মতলবে পিআইও সেলিম খানের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগে মানববন্ধন
স্টাফ রিপোর্টার
মঙ্গলবার রাত ১০:৪৩, ১৯ আগস্ট, ২০২৫
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সেলিম খানের বিরুদ্ধে ঘুষ বানিজ্য, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন করেছে ভুক্তভোগী ও এলাকাবাসী।
সোমবার (১৮ আগস্ট) বিকেলে উপজেলার শ্রী রায়েরচর ব্রীজ এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কোটি টাকার কাজের নামে অনিয়ম
অভিযোগ রয়েছে, উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কাগজে-কলমে শতভাগ কাজ দেখানো হলেও বাস্তবে মাত্র ২০-২৫ শতাংশ কাজ হয়েছে। এরপরও পূর্ণ বিল উত্তোলন করা হয়েছে। বিশেষ করে গ্রামীণ অবকাঠামো সংস্কার, স্কুল-কলেজ ভবন মেরামত, সড়ক ও সেতু নির্মাণকাজে নির্ধারিত মান বজায় রাখা হয়নি।
বরাদ্দের টাকা ভাগবাটোয়ারা
সূত্র জানায়, ২০২৪-২৫ অর্থবছরে কাবিটা/কাবিখা ও টিআর কর্মসূচির আওতায় শতাধিক প্রকল্প হাতে নেওয়া হয়। তবে বেশিরভাগ প্রকল্পেই অল্প কিছু কাজ করে বাকিটা বিল আদায়ের অভিযোগ উঠেছে।
এলাকাবাসীর অভিযোগ, পিআইও সেলিম খান প্রভাবশালী কয়েক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে যোগসাজশ করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি (পিআইসি) এবং দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী মো. সালাউদ্দিন এসব অর্থ ভাগ করে নিয়েছেন।
চাল-গম বরাদ্দেও ঘুষ
মানববন্ধনে বক্তারা বলেন, চাল ও গম বরাদ্দ থেকেও টনপ্রতি ৫ হাজার টাকা ঘুষ আদায় করা হয়। এমনকি কোনো প্রকল্পের বিল উত্তোলন করতে হলে কর্মকর্তা সালাউদ্দিন আহমেদকে মোটা অঙ্কের টাকা দিতে হয়, অন্যথায় বিল ঝুলিয়ে রাখা হয়।
সম্পদের পাহাড়
স্থানীয়রা অভিযোগ করেন, দুর্নীতির টাকায় পিআইও সেলিম খান বিপুল সম্পদের মালিক হয়েছেন। রাজধানীর আফতাবনগরে ১০ কাঠা জায়গায় ১০ তলা ভবন নির্মাণাধীন রয়েছে। মোহাম্মদপুরে রয়েছে একাধিক ফ্ল্যাটসহ নাম-বেনামে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন তিনি।
তদন্তের দাবি
মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীরা অভিযোগ করেন, এ ধরনের কর্মকাণ্ড সরকারি কর্মচারী আচরণ বিধিমালা ১৯৭৯ এবং বিদ্যমান আইন-বিধির পরিপন্থী। এতে সরকারের অর্থ অপচয় হচ্ছে এবং সাধারণ মানুষ তাদের প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
তারা দ্রুত সময়ের মধ্যে পিআইও সেলিম খানসহ সংশ্লিষ্টদের অপসারণ ও দুর্নীতির তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।


