ঢাকা (সন্ধ্যা ৬:০২) সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ভোলায় ১০ টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর

ভোলা জেলা ২১৯২ বার পঠিত

কামরুজ্জামান শাহীন, ভোলা প্রতিনিধি কামরুজ্জামান শাহীন, ভোলা প্রতিনিধি Clock বুধবার রাত ১০:৩৯, ১২ অক্টোবর, ২০২২

ভোলায় হারিয়ে যাওয়া ১০ টি মোবাইল উদ্ধার করেছে ভোলা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১২ অক্টোবর) এসব মোবাইল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। জেলা পুলিশের আইসিটি শাখার সহযোগিতায় এসব ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. এনায়েত হোসেনের তত্ত্বাবধানে জেলা পুলিশের আইসিটি শাখা তথ্যপ্রযুক্তির সহায়তায় হারিয়ে যাওয়া ১০ টি মোবাইল ফোন উদ্ধার করেন। তিনি বলেন, ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে ভোলার জেলা গোয়েন্দা শাখা কর্তৃক বিভিন্ন স্থান থেকে উদ্ধারকৃত হারিয়ে যাওয়া বিভিন্ন মডেলের ১০ টি মোবাইল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়। ফোনের প্রকৃত মালিক হারানো শখের মোবাইল ফোনটি হাতে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন। তারা ভোলা জেলার পুলিশ সুপার ও জেলা গোয়েন্দা শাখাকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মো এনায়েত হোসেন, এ এসআই আরিফুল ইসলাম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT