ঢাকা (বিকাল ৩:১০) রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

লক্ষ্মীপূজার আতশবাজিতে অগ্নিকান্ড, প্রাণ গেল মুসলিম যুবকের!

ভোলা জেলা ২৪১০ বার পঠিত
ভোলায় লক্ষীপূজার আতশবাজির আগুন নিক্ষেপে যুবকের মৃত্যু
আগুনে পুড়ে যাওয়া মো. আজাদ (৩০) চিকিৎসারত অবস্থায়

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock মঙ্গলবার দুপুর ০১:৪৪, ১৫ অক্টোবর, ২০১৯

ভোলা প্রতিনিধি: চরফ্যাশন বাজারের জনতা রোডে লক্ষীপূজার আতশবাজির পটকা নিক্ষেপে মো. আজাদ (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার(১৪অক্টোবর) ভোর ৪ টার দিকে চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত মো.আজাদ চরফ্যাসনের ফারুক কবিরাজ ছেলে, তার জনতা রোডে একটি আয়ুর্বেদিক ঔষধের দোকান রয়েছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল রবিবার ১৩ অক্টোবর দুপুর আড়াইটায় দিকে ঔষধের দোকানের পিছনে কাজ করছিল মো.আজাদ। এসময় হিন্দু যুবকরা পাশেই আতশবাজি ফুটায়। আতশবাজির পটকা পাশে রাখা একটি ড্রামে এসে পরে আগুন লেগে মুহুর্তেই মো.আজাদের গায়ে লেগে আগুনে পুড়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত ডাক্তার তার অবস্থার অবনতি হলে বরিশালে শেবাচিমে প্রেরণ করেন। বরিশাল থেকে ঢাকায় নেয়ার পথে ভোর ৪ টায় আজাদ মৃত্যুর কোলে ঢলে পড়েন।

চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. সামসুল আরেফিন এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে গিয়েছি স্থানীয়রা কেউ বলছে আতশবাজি পটকা নিক্ষেপে আগুন লেগেছে, কেউ বলছে নিহত আজাদের কাছে থাকা ড্রামে দাহ্য জাতীয় পর্দাথ ছিল সেখান থেকে আগুন লেগেছে তার শরীরে।

তিনি আরো বলেন, খোঁজ করে নিহতের পরিবারের কাউকে এখনো পাওয়া যায়নি এবং এই ঘটনায় এখনো কেউ কোন অভিযোগ দায়ের করেন নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে ওসি জানান।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT