ঢাকা (বিকাল ৫:৩৮) বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ভোলায় অজ্ঞাত ১ যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock মঙ্গলবার ১২:১৪, ২৩ আগস্ট, ২০২২

ভোলার লালমোহনে আনুমানিক ৩০ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের; অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২২ আগস্ট) ভোরে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের; বিচ্ছিন্ন চর কচুয়াখালীর চরপাতা এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়দের ধারণা নদীতে কোনো দুর্ঘটনায় নিখোঁজ ব্যক্তির লাশ হতে পারে এটি। জোয়ারের সময় ভেসে এসে চরে লাশটি আটকে যায়।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, রোববার বিকালে এক রাখাল চরে লাশটি দেখতে পেয়ে স্থানীয়দের জানায়। পরে তারা থানায় খবর দেন। এরপর রাতে পুলিশ চরে গিয়ে সোমবার ভোরে অজ্ঞাত ওই যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ; ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT