ঢাকা (রাত ৮:৩৯) সোমবার, ১৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News ৮১ বছর পর কুমিল্লা থেকে নিজ দেশে নিয়ে যাওয়া হচ্ছে ২৪ সেনার দেহাবশেষ Meghna News সিলেট নগরীতে ভোর বেলায় হঠাৎ জয় বাংলা, জয় বঙ্গবন্ধুর ঝটিকা মিছিল Meghna News গৌরীপুর মহিলা কলেজে নবীনবরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত Meghna News সিলেটে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ে মানুষের মাঝে নাভিশ্বাস Meghna News সাইফুল প্রধানের হাতের ছোঁয়ায় বদলে যাচ্ছে ঢাকারগাঁও গ্রামের সমাজব্যবস্থা ও উন্নয়নচিত্র Meghna News বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Meghna News চাঁপাইনবাবগঞ্জে বিকাশ কর্মীর বাড়ি ফেরা হলোনা Meghna News হাফেজ-এ- কোরআনদের জন্য বাংলাদেশ বিশ্ব দরবারে অনন্য উচ্চতায়: আব্দুস সাত্তার Meghna News লোহাগড়ায় পুনুরুজ্জীবিত হতে যাচ্ছে ঐতিহাসিক ”জিয়া মঞ্চ” Meghna News চাঁপাইনবাবগঞ্জে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত

ভোলার চরফ্যাশন উপজেলায় স্মার্টকার্ড বিতরণ শুরু

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শনিবার রাত ১০:৪০, ৭ মার্চ, ২০২০

কামরুজ্জামান শাহীন,ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে উন্নতমানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম
প্রথমে দিনে উপজেলার দক্ষিণ আইচা থানার বঙ্গোপসাগরের কোল গেঁসে গড়ে উঠা ঢালচর ইউনিয়ন থেকে শুরু করা হয়েছে। শনিবার(৭মার্চ) সকালে ১০টার দিকে উপজেলার ঢালচর ইউনিয়নে ঢালচর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় আনুষ্ঠানিকভাবে এ কার্ড বিতরণ কার্যক্রম শুরু করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ঢালচর ইউনিয়নের চেয়ারম্যান আঃ সালাম হাওলাদার, চরফ্যাশন উপজেলা নির্বাচন অফিসার মো. রফিকুল ইসলাম, ঢালচর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাসেম ও ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার সহ নির্বাচন অফিসের কর্মকর্তা ও ইউপি সদস্যবৃন্দ।
চরফ্যাশন উপজেলা নির্বাচন অফিসার মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করছেন। প্রথম ধাপে চরফ্যাশনের দক্ষিণ অঞ্চলের ইউনিয়নগুলোর নাগরিকরা পাবেন এই কার্ড। পরে নির্ধারিত তারিখ অনুযায়ী অন্য সব ইউনিয়নের নাগরিকদের মাঝে স্মার্টকার্ড বিতরণ করা হবে।
চরফ্যাশন উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানাযায়, চরফ্যাশন উপজেলায় ১টি পৌরসভা সহ মোট ২০টি ইউনিয়নে মোট ৩ লক্ষ ১৮ হাজার ৩ শত ৩ জনের মাঝে স্মার্টকার্ড বিতরণ করা হবে। এর মধ্যে চরফ্যাশন থানায় ৯৩৭৩৩ জন, শশীভূষণ থানায় ৮৩০২১ জন, দুলার হাট থানায় ৬৮১৪৯ জন, দক্ষিণ আইচা থানায় ৪৬৪৩১ জন ও চরফ্যাশন পৌরসভায় ২৬৯৬৯ জনকে এই কার্ড দেয়া হবে।
চরফ্যাশন উপজেলা নির্বাচন অফিসার মো. রফিকুল ইসলাম বলেন, প্রথম ধাপে স্মার্টকার্ড পাবেন চরফ্যাশনের দক্ষিণ এলাকার নাগরিকররা। এক্ষেত্রে প্রতিটি ওয়ার্ডের নির্দিষ্ট স্থানে ক্যাম্প করে ভোটারদের স্মার্টকার্ড দেওয়া হবে। পরবর্তীতে ধারাবাহিকভাবে অন্য ইউনিয়নগুলোতেও নাগরিকরা স্মাটকার্ড পাবেন। এই নির্বাচন কর্মকর্তা আরও বলেন, বিতরণের আগে সকল প্রস্তুতি গ্রহণ করে আমরা মাইকিংসহ বিভিন্ন মাধ্যমে প্রচার চলাচ্ছি। যারা জাতীয় পরিচয়পত্রের সকল প্রস্তুতি সম্পন্ন করে স্মার্টকার্ড গ্রহণ করতে ব্যর্থ হবেন তাঁরা পরবর্তী সময়ে উপজেলা নির্বাচন অফিসে যোগাযাগ করে
প্রয়োজনীয় তথ্য সরবরাহের মাধ্যমে স্মার্টকার্ড গ্রহণ করতে পারবেন বলে জানান তিনি।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT