ভোলায় বিএনপির গণমিছিলে পুলিশের বাধা
কামরুজ্জামান শাহীন, ভোলা রবিবার সকাল ১০:৪১, ২৫ ডিসেম্বর, ২০২২
সরকারের পদত্যাগ, সংসদ ভেঙ্গে দেওয়া, অবাধ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ন্যায্য অধিকার আদায়ে ১০ দফার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ভোলায় বিএনপির গণমিছিলে পুলিশী বাধার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে ভোলা শহরের মহাজনপট্টি জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি গণমিছিল বের করা হয়।
মিছিলটি শহরের বরিশাল দালান এলাকায় এসে পৌছলে পুলিশ বাধা দেয়। পরে বিএনপির নেতাকর্মীরা সড়কে দাঁড়িয়ে বিক্ষোভ মিছিল করে পুনরায় দলীয় কার্যালয়ে ফিরে যান।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলামনবী আলমগীরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার।
এ সময় ভোলা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ, সদস্য সচিব মো. রাইসুল আলম, সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সোপান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ, সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সিনিয়র সহ সভাপতি ফখরুল ইসলাম ফেরদাউস, সাধারন সম্পাদক আব্দুল কাদের সেলিম, সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন, জেলা সেচ্ছাসেবক দল সভাপতি জামিল হোসেন অদুদ, সাধারন সম্পাদক খন্দকার আল আমিন, জেলা ছাত্রদলের (ভারপ্রাপ্ত) সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারন সম্পাদক আল-আমিন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমসহ জেলা ,সদর উপজেলা, পৌরসভা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর অভিযোগ করে বলেন, যৌক্তিক দাবি আদায়ের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ তাদেরকে বাধা দিয়েছেন।
শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের বাধার মুখে দলীয় কার্যালয়ে ফিরে আসেন। শান্তিপূর্ণভাবেই তারা তাদের দাবি আদায় করবেন বলেও জানান তিনি।