ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন
নিজস্ব প্রতিনিধি সোমবার রাত ০৮:৪৭, ১৬ ডিসেম্বর, ২০১৯
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০১৯ পালিত হয়েছে। সোমবার প্রত্যুষে উপজেলা প্রশাসনের আয়োজনে তোপ ধ্বনির মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। ভূরুঙ্গামারী বাসষ্ট্যান্ড কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠান পুস্পস্তবক অর্পণ করে। সকাল নয়টায় ভূরুঙ্গামারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে বিজয় দিবস অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মনোজ্ঞ কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করে। ফুলের পাপড়ি ছিটিয়ে মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এছাড়া ছয় জন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও পনের জন শহীদ মুক্তিযোদ্ধার পরিবাবের হাতে উপহার সামগ্রী তুলে দেয়া হয়।ভূরুঙ্গামারী উপজেলা নির্বাচন অফিসের পক্ষ থেকে সকল মুক্তিযোদ্ধাদের
স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ করা হয়। বিজয় দিবস উপলক্ষে উপজেলার মসজিদ, মন্দির ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়।
এতিমখান ও হাসপাতালে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। এছাড়াও ভূরুঙ্গামারী মহিলা কলেজের সাহিত্য, সঙ্গীত ও বির্তক সংগঠন ‘বন্ধন’ বিজয় দিবস উপলক্ষে কলেজ অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।