ঢাকা (বিকাল ৫:১৫) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


ভূরুঙ্গামারীতে প্রশাসনের গুরুত্বপূর্ণ সাত পদ শূন্য : বেড়েছে সেবা গ্রহীতাদের ভোগান্তি

ভূরুঙ্গামারী প্রশাসনিক ভবন
ছবিঃ ভূরুঙ্গামারী প্রশাসনিক ভবন। মোঃ মনিরুজ্জামান, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি।

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock সোমবার রাত ১০:৩১, ১১ নভেম্বর, ২০১৯

মোঃ মনিরুজ্জামান, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী
উপজেলা প্রশাসনের ৭টি গুরত্বপূর্ণ পদ দীর্ঘ দিন থেকে শুণ্য রয়েছে।

অন্য উপজেলার কর্মকর্তাগণ অতিরিক্ত দায়িত্ব পালন করা এবং এ উপজেলার
কর্মকর্তারা অন্য উপজেলায় অতিরিক্ত দায়িত্ব পালন করায় সেবা গ্রহিতাদের ভোগান্তি বেড়েছে।

জানাগেছে, দীর্ঘ কয়েক বছর থেকে সহকারী কমিশনারের (এসি ল্যান্ড)
পদ শূন্য রয়েছে। এ পদে উপজেলা নির্বাহী অফিসার অতিরিক্ত দায়িত্ব
পালন করছেন। এছাড়া অতিরিক্ত উপজেলা কৃষি অফিসার, কৃষি
সম্প্রসারণ অফিসার, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা ও মহিলা বিষয়ক
কর্মকর্তা এবং ২ জন সহকারী শিক্ষা কর্মকর্তার পদ শূণ্য রয়েছে।

এর মধ্যে নাগেশ্বরী উপজেলা থেকে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও মহিলা
বিষয়ক কর্মকর্তা সপ্তাহে ১/২ দিন অতিরিক্ত দায়িত্ব পালন করলেও কৃষি
বিভাগ প্রায় অচল হয়ে পড়েছে। শুধু তাইনয়, সাব-রেজিষ্টার ও মৎস্য
কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, সহকারী সেটেল্টমেন্ট
কর্মকর্তা থাকলেও তারা পার্শ্ববর্তী নাগেশ্বরীসহ বিভিন্ন উপজেলায়
অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। এর ফলে সেবা গ্রহিতারা এসে অফিসার
নাথাকায় তারা কাংক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

উপজেলা কৃষি অফিসার আসাদুজ্জামান জানান, দুইজন অফিসারের পদ
শূণ্য থাকায় সকল দায়িত্ব একায় পালন করতে হচ্ছে। এরফলে ইচ্ছা থাকা
সত্বেও সেবা গ্রহিতাদের কাংক্ষিত সেবা দেয়া সম্ভব হচ্ছেনা।
উপজেলা নির্বাহী অফিসার মাগফুরুল হাসান আব্বাসী জানান,
দীর্ঘদিন থেকে সহকারী কমিশনারের পদ শূন্য রয়েছে। এছাড়া অন্য দপ্তর
গুলোতেও বেশকিছু অফিসারের পদ শূণ্য রয়েছে। যথায়থ কর্তৃপক্ষকে
জানানো হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT