ভারী বর্ষণে জলাবদ্ধতায় বিপর্যস্ত জনজীবন
ডেক্স রিপোর্ট রবিবার দুপুর ০৩:১১, ৪ জুলাই, ২০২১
সকালের ভারী বর্ষণে রাজধানীর বিভিন্ন এলাকায় পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। বরাবরের মতই এতে সীমাহীন দুর্ভোগে পড়েছে নগরবাসী।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, রোববার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ১.৬ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতেই রাজধানীর বিভিন্ন সড়কে জমে গেছে বৃষ্টির পানি।
লালমাটিয়া, ধানমন্ডি-২৭, কারওয়ান বাজারের কাঁচাবাজারে জমেছে হাঁটু পানি।জলাবদ্ধতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিরপুর, রামপুরা এবং বাড্ডা এলাকার সড়কগুলো। অবিরাম বর্ষণের মধ্যে স্থানীয়দের পানি ঠেলেই সকালে গন্তব্যে পৌঁছতে দেখা যায় এসব এলাকায়। গুলশান, বাড্ডা, কুড়িল বিশ্বরোড, মালিবাগ, শেওড়াপাড়া, বেগম রোকেয়া সরণির কাজীপাড়া অংশ, আগারগাঁও মোড়, বিজয় সরণি মোড়, কলাবাগান, ফার্মগেট, সেগুনবাগিচা, বিজয় নগর, মৎস ভবন ও ফকিরাপুলের একাধিক সড়ক পানিতে সয়লাব হয়ে থাকতে দেখা যায়।
পানি জমে সড়ক অবরোধ হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে যান চলাচলও ব্যাহত হয়ে পড়ে; আটকে থাকে বহু যানবাহন।
আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইট অনুসারে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।