ঢাকা (রাত ২:৩৫) সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

বড়লেখা উপজেলার ১০টি ইউনিয়নে ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা

মোঃইবাদুর রহমান জাকির মোঃইবাদুর রহমান জাকির Clock বুধবার রাত ০১:২৯, ৩ নভেম্বর, ২০২১

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১০টি ইউনিয়নে (ইউপি) চেয়ারম্যান পদে ৪৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন মঙ্গলবার (২ নভেম্বর) বিকেল ৫টা পর্যন্ত এসব প্রার্থীরা সংশ্লিষ্ট ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।

এদিকে ক্ষমতাসীন দলের প্রার্থীসহ বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে মিছিল নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। অথচ নির্বাচন আচরণ বিধি অনুযায়ী, কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ার সময় মিছিল-সমাবেশ ও মহড়া করতে পারবেন না।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে বর্ণি ইউনিয়নে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জোবায়ের হোসেন, স্বতন্ত্র প্রার্থী শামীম আহমদ (বিদ্রোহী আওয়ামী লীগ) ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল মুহিত (বিদ্রোহী আওয়ামী লীগ), স্বতন্ত্র প্রার্থী মো. জয়নাল আবেদীন (বিএনপি)।

দাসেরবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জিয়াউর রহমান, স্বতন্ত্র প্রার্থী মাহতাব উদ্দিন (বিদ্রোহী আওয়ামী লীগ), স্বতন্ত্র প্রার্থী স্বপন কুমার চক্রবর্তী (বিদ্রোহী আওয়ামী লীগ), স্বতন্ত্র প্রার্থী বিমান কান্তি দাস ও কয়েছ আহমদ।

নিজবাহাদুরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ময়নুল হক, স্বতন্ত্র প্রার্থী আলাল উদ্দিন (বিএনপি) ও স্বতন্ত্র প্রার্থী মো. আবু সাহেদ।

উত্তর শাহবাজপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রফিক উদ্দিন আহমদ, স্বতন্ত্র প্রার্থী মো. আতাউর রহমান (বিদ্রোহী আওয়ামী লীগ) ও স্বতন্ত্র প্রার্থী মো. মুমিনুর রহমান টনি (বিদ্রোহী আওয়ামী লীগ), স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল্লাহ (জমিয়তে উলামায়ে ইসলাম)।

দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নাহিদ আহমদ বাবলু, স্বতন্ত্র প্রার্থী শাহাব উদ্দিন (বিদ্রোহী আওয়ামী লীগ), স্বতন্ত্র প্রার্থী আব্দুল কুদ্দুছ স্বপন (বিএনপি) ও স্বতন্ত্র প্রার্থী মো. আমির উদ্দিন।

বড়লেখা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সালেহ আহমদ জুয়েল, স্বতন্ত্র প্রার্থী মো. সিরাজ উদ্দিন (বিদ্রোহী আওয়ামী লীগ)।

তালিমপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বিদ্যুৎ কান্তি দাস, স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযুদ্ধা এখলাছুর রহমান (বিদ্রোহী আওয়ামী লীগ) ও স্বতন্ত্র প্রার্থী সুনাম উদ্দিন (বিদ্রোহী আওয়ামী লীগ) ও স্বতন্ত্র দোলোয়ার হোসেন (বিএনপি)।

দক্ষিণভাগ উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এনাম উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী মো. নজরুল ইসলাম (বিদ্রোহী আওয়ামী লীগ), স্বতন্ত্র প্রার্থী আব্দুল জলিল ফুলু (বিদ্রোহী আওয়ামী লীগ), স্বতন্ত্র প্রার্থী আশরাফ হোসেন (বিদ্রোহী আওয়ামী লীগ), স্বতন্ত্র প্রার্থী মো. ময়নুল হক (বিএনপি), স্বতন্ত্র প্রার্থী মোশাহিদ আহমদ (বিদ্রোহী আওয়ামী লীগ), স্বতন্ত্র প্রার্থী লুৎফুর রহমান (জামায়াত), স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জবরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী আব্দুল মানিক ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালিক।

সুজানগর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাহেদুল মজিদ নিকু, স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী ফখরুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী বদরুল ইসলাম।

দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সুলতানা কোহিনুর সারোয়ারী, স্বতন্ত্র প্রার্থী আজির উদ্দিন (বিদ্রোহী আওয়ামী লীগ), স্বতন্ত্র প্রার্থী বেলাল খান ওলম, শরফ উদ্দিন, মাসুম আহমদ হাসান ও সাইদুর রহমান।

বড়লেখা উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, প্রার্থীরা শান্তিপূর্ণভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে তিনি বলেন, প্রত্যককে লিফলেট দিয়ে আচরণবিধি সম্পর্কে সবাইকে অবহিত করা হয়েছে। তারা যথাসম্ভব তা মেনেছেন। দুই একজন হয়তো আচরণবিধি লঙ্ঘন করেছেন। আমাদের ম্যাজিস্ট্রেট অতি শীঘ্রই নিয়োগ দেওয়া হবে। তখন তারা কঠোরভাবে পদক্ষেপ নেবেন।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর বড়লেখার ১০ ইউনিয়নের ভোটগ্রহণ হবে। মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ১১ নভেম্বর।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT