“ব্লাড ফর দাউদকান্দি”র বৃক্ষরোপণ কর্মসূচি
হোসাইন মোহাম্মদ দিদার,দাউদকান্দি,কুমিল্লা শনিবার রাত ০১:২৯, ২৩ জুলাই, ২০২২
পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিক কার্যক্রমের অংশবিশেষ হিসেবে; উপজেলার ব্লাড ডোনারদের প্রিয় সংগঠন “ব্লাড ফর দাউদকান্দি”নামক সংগঠনের উদ্যোগে, এক্সপিড সিএনজি পাম্পের পেছনে মিনি উদ্যানে উন্নত আমের জাতের আম্রপালি চারাগাছ রোপণ করার মধ্য দিয়ে এই কর্মসূচী আরম্ভ করা হয়েছে।
পরবর্তীতে বর্ষা মৌসুম থাকতেই জারিফ আলী শিশু পার্ক ও ঈদগাহ মাঠের চারপাশে বিভিন্ন ফলজ গাছ রোপণ করার সিদ্ধান্ত নেন সংগঠনের সদস্যরা।
কর্মসূচি উদ্বোধন করেন–ব্লাড ফর দাউদকান্দির প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী এমএ সাত্তার, সংগঠনের প্রতিষ্ঠাতা তৌফিক রুবেল, সভাপতি মোল্লা সোহেল, সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম, সংগঠনের বিশেষ সদস্য এবি সৈকত প্রমুখ।