ঢাকা (রাত ১:৫১) সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

বিএনপি উলিপুর উপজেলা ও পৌর শাখা’র দ্বি-বার্ষিক সম্মেলন/২০২০ অনুষ্ঠিত

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock রবিবার রাত ০৩:০৯, ১৫ নভেম্বর, ২০২০

কুড়িগ্রামের উলিপুর উপজেলা বিএন‌পি ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন/২০২০ অনু‌ষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকালে প্রথম অ‌ধি‌বেশ‌নে দলীয় কার্যালয় চত্ব‌রে পৌর যুব দলের সাধারণ সম্পাদক আপন আলমগীরের সঞ্চালনায় উপজেলা বিএনপি’র সভাপতি হায়দার আলী মিঞার সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সভাপতি তাসভীর-উল-ইসলাম।

এসময় অন্যান্যেদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপি’র সহ সভাপতি এ্যাড. ফখরুল ইসলাম, শফিকুল ইসলাম বেবু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ সোহেল হোসেন কায়কোবাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, দপ্তর সম্পাদক আশরাফুল আলম রুবেল, উপজেলা বিএনপির সদ‌্য সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান নূরেচ্ছাবা স্টার প্রমুখ।

এছাড়াও উপ‌জেলা, ইউ‌নিয়ন বিএন‌পি  ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন।

প‌রে বিকেলে দ্বিতীয় অ‌ধি‌বেশ‌নে বিনা প্রতিদ্ব‌ন্দিতায় হায়দার আলী‌ মিঞাকে সভাপ‌তি ও কাউন্সিলর‌দের ভো‌টে সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুল, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান বাচ্চুকে নির্বাচিত ঘোষণা করা হয়।

এছাড়াও বিনা প্রতিদ্ব‌ন্দিতায় পৌর বিএনপি’র সভাপতি নূর মোহাম্মদ, সাধারণ সম্পাদক সোলায়মান সরকার ও এহসানুল করিম প্রিন্সকে সাংগঠনিক হিসেবে ঘোষণা করা হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT