বান্দরবানের রোয়াংছড়িতে আগুনে পুড়ল দেড় শতাধিক দোকান ও ঘর
নিজস্ব প্রতিনিধি শনিবার দুপুর ০১:৩৩, ২৭ জুন, ২০২০
সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানে রোয়াংছড়ি বাজারে আগুনে দেড় শতাধিক দোকান ও ঘর পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, জেলার রোয়াংছড়ি উপজেলা বাজারের একটি ব্রয়লারের দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে বাজারের দেড় শতাধিক দোকান ও ঘরবাড়ি পুড়ে যায়। তারমধ্যে সাতটি বড় গুদামও পুড়ে গেছে।
খবর পেয়ে রোয়াংছড়ি ও বান্দরবান সদরের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৫ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন নিভাতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আরও কিছু ঘরবাড়ি।
তবে প্রাথমিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ৩ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে দাবি ব্যবসায়ীদের।
রোয়াংছড়ি থানার ওসি তৌহিদ কবির জানান, আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে ক্ষতির পরিমাণ নিরূপণের চেষ্টা করছি। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা নেই।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ি ফায়ার সার্ভিসের ইউনিট অফিসার মংশৈনু জানান, বাজারের দেলোয়ার ব্রয়লারের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।
প্রায় ৫ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্তের পর জানানো যাবে।