ঢাকা (সন্ধ্যা ৬:২৩) মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


বান্দরবানের পৌর এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করেছেন জেলা পুলিশ সুপার

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock বুধবার রাত ০১:১৪, ২২ জানুয়ারী, ২০২০

 বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানে শীতার্তদের মাঝে পৌর এলাকায় শীতবস্ত্র বিতরণ করছেন জেলা পুলিশ সুপার জেরিন আখতার,বান্দরবানে শীতার্থ অসহায়, ছিন্নমূল তিন শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জেলা পুলিশ।আজ (২০ জানুয়ারি) সোমবার পৌর এলাকার বিভিন্ন স্থানে এসব শীতবস্ত্র বিতরণ করেন নবাগত পুলিশ সুপার জেরিন আখতার বিপিএম। আজ (২০ জানুয়ারি) সোমবার সকাল ১১টায় জেলা শহরের বালাঘাটা যাত্রী ছাউনী এলাকা থেকে শীতবস্ত্র বিতরণ শুরু হয়। পরে ওয়াপদা ব্রিজ, স্টেডিয়াম এলাকায় শীতার্ত নারী-পুরুষ ও আর্মিপাড়া সংলগ্ন এতিমখানার শিশুদের মাঝে শীতবস্ত্র (কম্বল) তুলে দেন পুলিশ সুপার। এসময় তিনি বলেন- জনসম্পৃক্ততার মাঝে ঐশ্ব্যরিক প্রশান্তি রয়েছে। মুজিব বর্ষকে সামনে রেখে পুলিশকে জনগণের আরো কাছাকাছি নিয়ে যাওয়ার সংকল্পে আমরা কাজ করছি। তিনি আরও বলেন, বান্দরবানের পুলিশকেও মানবিকতায় আন্তরিক হতে হবে। পুলিশ যাতে সাধারণ মানুষকে কোনভাবে হয়রানী করতে না পারে সেজন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এসময় অনান্যদের মধ্যে উপস্হিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আলী হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মো: রেজওয়ানুল ইসলাম, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শহিদুল ইসলাম চৌধুরী, প্রেসক্লাব সভাপতি মনিরুল ইসলাম মনু, কাউন্সিল হাবিবুর রহমান খোকনসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT