ঢাকা (সকাল ৮:৩৪) মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


বান্দরবান বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নতুন বাস উপহার

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock রবিবার রাত ১০:৫৩, ১৭ নভেম্বর, ২০১৯

বান্দরবান প্রতিনিধি:  বান্দরবানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য এবং লেখাপড়ার মান উন্নয়নে বান্দরবান বিশ্ববিদ্যালয়ে একটি বাস প্রদান করলেন বান্দরবানের ৩৩ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গন। আজ রবিবার(১৭ নম্বর)সকালে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বান্দরবান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বাসের চাবি হস্তান্তর করেন। বাসের চাবি হস্তান্তর শেষে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় আলোচনা সভায় পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.এ.এফ ইমাম আলি,পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য বাবু, কাজল কান্তি দাশ, পার্বত্য জেলা পরিষদের সদস্য বাবু লক্ষীপদ দাস, মোজাম্মেল হক বাহাদুর, তিং তিং ম্যা, পৌর আ.লীগের সভাপতি বাবু অমল কান্তি দাশ, রেজিষ্টার মো:নুরুল আবছারসহ বান্দরবানের বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গন ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকমন্ডলীরা এতে উপস্থিত ছিলেন। এই সময় সভায় পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, “বর্তমান সরকারের আমলেই শিক্ষার মান উন্নয়ন হচ্ছে আর এই সরকারের আমলেই পার্বত্য জেলা বান্দরবানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হলো। বান্দরবানের একমাত্র বিশ্ববিদ্যালয় স্থাপনের মধ্য দিয়ে এই বান্দরবানেরের ছাত্র-ছাত্রী আগের চেয়ে অনেক সহজেই উচ্চ শিক্ষার সুযোগ গ্রহণ করছে ,আর এই শিক্ষার্থীরা আগামী দিনের দেশের উন্নয়নের অংশ নিয়ে বাংলাদেশের নাম সারা বিশ্বে উজ্বল করতে পাড়বে বলে আমি আশাবাদী”




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT