বছরে ৩৬৫ দিনই হল খোলা রাখার দাবি রাবি শিক্ষার্থীদের
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মঙ্গলবার দুপুর ০২:৪৮, ৬ আগস্ট, ২০১৯
মোঃ ইসমাইল, রাবি প্রতিনিধিঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা ১৬ দিন বন্ধ থাকবে। একই সময়ে আবাসিক হলগুলোও বন্ধ রাখা হবে। ছুটি শুরু হবে আগামী ৭ আগস্ট বুধবার থেকে। ছুটি থাকবে ২২ আগস্ট বৃহস্পতিবার পর্যন্ত।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ৩৬৫ দিনই আবাসিক হলগুলো খোলা রাখার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। সোমবার (৫ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন থেকে এ দাবি জানান তারা।
এখন হিসাববিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাসুদ রানা সঞ্চালনায় শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় দেশের দ্বিতীয় বৃহত্তম বিদ্যাপীঠ, হাজারো মেধাবীর আবাসস্থল। কিন্তু বছরের বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো দীর্ঘ দিন বন্ধ থাকে যা শিক্ষার্থীদের পড়াশোনায় অন্তরায় হয়ে দাঁড়ায়। দেশে অন্যান্য স্বায়ত্ত্বশাসিত বিশ্ববিদ্যালয় গুলোর দিকে তাকালে দেখা যাবে সারা বছরে হল গুলো খোলা থাকে। কিন্তু রাবিতে কেন দীর্ঘদিন হল বন্ধ রাখতে হবে; এটা প্রশাসনের গাফিলতি জন্যই করা হচ্ছে। অনেক শিক্ষার্থীর বন্ধের পরেই পরীক্ষা আছে তাহলে তারা কিভাবে প্রস্তুতি নিবে। দীর্ঘমেয়াদী আবাসিক হলগুলো বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে।
মানববন্ধনে বক্তারা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো ৩৬৫ দিন খোলা রেখে শিক্ষার্থীদের মুক্ত জ্ঞান চর্চায় অনুকুল পরিবেশ সৃষ্টির জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।
এসময় আরো বক্তব্য দেন, হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাহমুদ সাকি, ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের শিক্ষার্থী জামাল মিয়া প্রমুখ।
বিক্ষোভ সমাবেশ শেষে প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক সাবিনা সুলতানার কাছে আবসিক হলগুলো ৮-২৪ জুলাই পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত বাতিলে স্মারকলিপি জমা দেয় শিক্ষাথীরা।