ঢাকা (রাত ৮:৩৭) সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও গ্রেনেড হামলায় শহিদদের স্মরণে নড়াইলে আলোচনাসভা অনুষ্ঠিত

ইকবাল হাসান,নড়াইল ইকবাল হাসান,নড়াইল Clock রবিবার রাত ০৮:১৫, ২১ আগস্ট, ২০২২

বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহিদদের স্মরণে নড়াইলের লোহাগড়ায় আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, লোহাগড়া পৌর আওয়ামী লীগ কার্যালয়ে পৌর আওয়ামী লীগের আয়োজনে; রবিবার বেলা সাড়ে ১১টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী বনি আমিনের সভাপতিত্বে; অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নড়াইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ্যাডঃ সৈয়দ আইয়ুব আলী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম মুন, লোহাগড়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মসিয়ূর রহমান, সিনিয়র সহসভাপতি ফয়জুল হক রোম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সিহানুক রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য শেখ সাজ্জাদ হোসেন মুন্না প্রমুখ।

পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন সভা পরিচালনা করেন।

আলোচনাসভা ও দোয়া মাহফিল শেষে সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT