বগুড়ার আদমদীঘিতে মুখে মাস্ক না পড়ায় ৫ জনকে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত
মোঃআতিকুর হাসান,আদমদিঘী,বগুড়া শনিবার রাত ০৯:৩৭, ৫ ডিসেম্বর, ২০২০
এই শীতে করোনাভাইরাস এর প্রকোপ কমাতে সরকার সর্বসাধারণের জন্য ঘরের বাহিরে মাস্ক ব্যাবহার করা বাধ্যতামূলক করেছেন। সরকারের এই নিয়ম নীতি কার্যকর করতে আদমদীঘি উপজেলা প্রশাসন নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। এই নিয়ম কার্যকর করতে বগুড়ার আদমদীঘি উপজেলায় মাস্ক না পরায় জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুরে উপজেলা সদরের বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫জনের ২৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সীমা শারমীন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরকার ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করলেও নানা অজুহাতে অনেকে মাস্ক ব্যবহার করছেন না। তাই ঘরের বাইরে সবার মাস্ক পরা নিশ্চিত করতে এই অভিযান চলছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সীমা শারমীন সাংবাদিকদের জানান ভবিষ্যতে, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।