পীরগাছায় এক চেয়ারম্যানসহ রংপুরে করোনায় আক্রান্ত ৭০
একরামুল ইসলাম, পীরগাছা (রংপুর) সোমবার দুপুর ০১:১৬, ৬ জুলাই, ২০২০
একরামুল ইসলাম, পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুর মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে গতকাল ২৪ ঘণ্টায় ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে রংপুর মেট্রো পুলিশ ১, রংপুর আরআরএফ পুলিশ ১, মিঠাপুকুর উপজেলা ৪, তারাগঞ্জ উপজেলা ৩, রংপুর কোতোয়ালি ১, রংপুর মেট্রো এলাকায় ১৭জন।
তন্মধ্যে রমেক রোগী ৩, সিও বাজার ১, মুলাটোল ১, কামাল কাছনা ১, সেনপাড়া ১, শালবন ১, খলিফাপাড়া ৩, কেরানিপাড়া ৫ ও বাড়াইপাড়া ১। রংপুর সিভিল সার্জন কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছে।
এদিকে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. সানোয়ার হোসেন বলেন, পীরগাছা উপজেলায় এ পর্যন্ত আক্রান্ত সংখ্যা ৪২। এর মধ্যে গত ৫ জুলাই (রবিবার) তিনজন নতুন করে করোনা শনাক্ত হয়েছে। তারা হলেন-উপজেলার কৈকুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, কান্দি ইউনিয়নের নিজপাড়া গ্রামের নুর আক্তার ও অনন্তরাম (উচাপাড়া) গ্রামের সোহেল রানা। আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লকডাউন করা হয়েছে। এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে তাদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।
উল্লেখ্য, চলতি বছরের গত ১ মে উপজেলায় প্রথম করোনা শনাক্ত হয়। শনাক্ত হওয়ার পর গোটা উপজেলায় ৪২ জন আক্রান্ত হলেও এ পর্যন্ত সুস্থ হয়েছে ২৯ জন, চিকিৎসাধীন ১১ জন। উপসর্গ নিয়ে মারা গেছেন ২জন।