ঢাকা (রাত ১২:২৯) সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনার সুযোগ দিলো বাংলাদেশ ব্যাংক

অর্থনীতি ২২২২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock সোমবার সন্ধ্যা ০৬:৪১, ৮ আগস্ট, ২০২২

দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার সুযোগ করে দিলো সরকার। মাত্র ৭ শতাংশ কর দিয়ে বিদেশ থেকে তা আনা যাবে। সোমবার (৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়ে, বিদেশে গচ্ছিত অপ্রদর্শিত অর্থ চলতি বছরের ১ জুলাই থেকে ব্যাংকিং চ্যানেলে দেশে এনে আয়কর রিটার্নে প্রদর্শন করা যাবে। আগামী বছরের ৩০ জুন পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

চলতি ২০২২-২০২৩ অর্থবছরের বাজেটে প্রথমবার দেশ থেকে পাচার করা অর্থ বৈধ করার সুযোগ দেয়া হয়। কিন্তু কীভাবে ফেরত আনা যাবে এত দিন তা অস্পষ্ট ছিল। অবশেষে বিষয়টি পরিষ্কার করে প্রজ্ঞাপন জারি করল কেন্দ্রীয় ব্যাংক।

তবে বাজেটের পর পরই এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে সরকার। কিন্তু জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা বলছেন, এ উদ্যোগে অন্তত ১০০ কোটি (১ বিলিয়ন) ডলার দেশে আসবে। এতে অভ্যন্তরীণ অর্থনীতি চাঙা হবে।

উল্লেখ্য, যে প্রক্রিয়ায় দেশে রেমিট্যান্স পাঠান প্রবাসীরা, একইভাবে পাচার করা টাকা পাঠাতে পারবেন সংশ্লিষ্টরা। এজন্য প্রথমে সেই অর্থ বৈধ করার ঘোষণা দিতে হবে তাদের। পরে বৈধ পথে তা আনতে হবে। সেই টাকা দেশে আসার পর নিজেদের হিসাবে (অ্যাকাউন্ট) জমা করতে হবে।

অর্থ আইন ২০২২ এর মাধ্যমে আয়কর অধ্যাদেশ ১৯৮৪-এর ধারা-১৯এফ অনুসারে এ অর্থ বৈধভাবে দেশে আনা যাবে। ফলে এ নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবেন না।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT