নৌকার প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে বিজয় লাভ করবে:-রোশন আলী মাস্টার
হোসাইন মোহাম্মদ দিদার,দাউদকান্দি,কুমিল্লা শনিবার সন্ধ্যা ০৭:২৮, ৪ জুন, ২০২২
জননেত্রী শেখ হাসিনার হাতের ছোঁয়ায় দেশ আজ উন্নয়নের মহাসড়কে। এই দেশের সর্বত্রে অভাবনীয় উন্নয়ন হয়েছে বঙ্গবন্ধু কন্যার হাতের স্পর্শে। তিনি একজন যোগ্য প্রার্থীকে নৌকা প্রতীক দিয়েছেন। এই ইউনিয়নে নৌকার গণজোয়ার বইছে। আপনারা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দিয়ে এলাকার আগামীর উন্নয়ন বুঝে নিবেন।
শনিবার বিকালে দেবিদ্বার উপজেলার ভানি ইউনিয়ন পরিষদ নির্বাচনে, সূর্যপুর বাজারে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী তাহমিনা আক্তার মুকুল এর নির্বাচনী প্রচারণার উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে, এসব কথা বলেন কুমিল্লা উত্তর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলহাজ রোশন আলী মাস্টার।
সভায় জেলা, উপজেলা ও ইউনিয়নের নেতারা বক্তব্য রাখেন।
উল্লেখ্য, স্থানীয় সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনের সর্বশেষ তফসিলে এই ইউনিয়ন থেকে নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন নুরুজ্জামান মুকুল। তিনি গত ৬ ফেব্রুয়ারী ভোটের আগের দিন রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। এরপর নির্বাচন কমিশন এই ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করে দেন।
এই ইউনিয়ন পরিষদ নির্বাচনের সাবেক জনপ্রিয় সফল চেয়ারম্যান মরহুম নুরুজ্জামান মুকুল পত্নী নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন। চলতি মাসের ১৫ জুন এই ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।