নোয়াখালীর বেগমগঞ্জে হাঁস-মোরগ চুরি নিয়ে বাগবিতণ্ডায় ব্যবসায়ী কে মারধর, নিহত ১
মোঃ কামরুজ্জামান শনিবার সন্ধ্যা ০৭:৫৫, ২২ আগস্ট, ২০২০
রিয়াজ উদ্দিন রুবেল, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় হাঁস-মোরগ চুরি নিয়ে ঝগড়ার জের ধরে মারধরের শিকার হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার কাদিরপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গয়েছপুর গ্রামের দেলোয়ার’র বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন (৪৫) একই এলাকার মৃত আমিন উল্যার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত দেলোয়ার হোসেন একজন খুচরা শাকসবজি বিক্রেতা ছিল। একই বাড়ির তার চাচাতো ভাই ইস্কান্দার বাড়ির হাঁস-মোরগ চুরির করত। এ জন্য নিহত দেলোয়ার ইস্কান্দারের হাঁস-মোরগ চুরির প্রতিবাদ করে। আজ দুপুরের দিকে হাঁস-মোরগ চুরি নিয়ে অভিযুক্ত ইস্কান্দার কথা কাটাকাটির এক পর্যায়ে দেলোয়ারকে কিল ঘুষি দেয়। এক পর্যায়ে ঘটনাস্থলে দেলোয়ার অচেতন হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত ইস্কান্দার পলাতক রয়েছে। সে একই বাড়ি জালাল আহমেদ’র ছেলে। বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করা হবে। ঘটনার পর থেকে অভিযুক্ত আসামি পলাতক রয়েছে।