ঢাকা (সকাল ১০:৩৫) শুক্রবার, ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News বিআরডিবি’র নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মহিউদ্দিন তালুকদার Meghna News চাঁপাইনবাবগঞ্জে শাশুড়ী হত্যায় অভিযুক্ত টুটুল পলাতক Meghna News গৌরীপুরে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৬তম জন্মোৎসব পালিত Meghna News সিলেট টিটিসি থেকে ২২ বছর পর বদলী : মালিক হলেন লাল লাখ টাকার! Meghna News গৌরীপুরে হুমায়ূন আহমেদের নামে ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার দাবী ভক্তদের Meghna News সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সম্পদের অনুসন্ধানে নেমেছে দুদক Meghna News চাঁপাইনবাবগঞ্জে বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় শিশু নিহত, চালক আটক Meghna News ভোলার চরফ্যাশনে মোটরসাইকেল-নসিমন সংঘর্ষে দুই বন্ধু নিহত Meghna News যুবলীগ নেতার নেতৃত্বে ভাই-ভাতিজাকে কুপিয়ে যখম Meghna News চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৮ কোটি টাকার ভারতীয় অলংকারসহ আটক-১

নোয়াখালী হাতিয়ায় জোয়ারের পানিতে ২০টি গ্রাম প্লাবিত

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock বৃহস্পতিবার রাত ১১:৪৮, ২০ আগস্ট, ২০২০

রিয়াজ উদ্দিন রুবেল, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারের পানিতে ৬টি ইউনিয়নের ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। গতকাল বুধবারের মত আজ দুপুরেও জোয়ারের পানি বাড়তে থাকায় এসব এলাকা প্লাবিত হয়। এতে উপজেলার সূখচর, চরঈশ্বর, নলচিরা, তমরদ্দি, সোনাদিয়া ও নিঝুমদ্বীপসহ ৬টি ইউনিয়নের ২০টি গ্রাম প্লাবিত হয়েছে এবং ২০ হাজার পরিবারের চুলা, ২ হাজার পুকুরের মাছ ও শত শত একর জমির আউশ ফসল পানিতে তলিয়ে গেছে। জানা যায়, ঘূর্নিঝড় আম্পানের প্রভাবে ভেঙ্গে যাওয়া বেড়ীবাঁধ মেরামত না করায় এসব এলাকা অস্বাভাবিক জোয়ারের পানিতে সহজে প্লাবিত হয়। এতে সূখচর ইউনিয়নের চরআমানউল্যা, বৌবাজার, চেয়ারম্যান বাজার, নলচিরা ইউনিয়নের তুপানিয়া, নলচিরাঘাট এলাকা, চরঈশ্বর ইউনিয়নের তালুকদারগ্রাম, ফরাজীগ্রাম,৭নংগ্রাম, মাইজচা মার্কেট এলাকা ও হাতিয়ার উত্তরাংশে হরনী ও চানন্দী ইউনিয়নের ৭টি গ্রাম প্লাবিত হয়েছে। এসব এলাকার প্রায় ২০ সহস্রাধিক মানুষ পানিবন্ধি হয়ে পড়ে। চরইশ্বরই ইপি সদস্য কামরুল ইসলাম মহব্বত বলেন, দুপুরের পর থেকে শুর হওয়া জোয়ারের পানিতে অনেকের বসতবাড়ী ডুবে যায়। নলচিরা ঘাটে প্রায় ২০টি দোকান ঘরে পানি ডুকে মালামাল নষ্ট হওয়াসহ ৫টি দোকান-পাট স্রোতের টানে পানিতে ভেসে যায়। জোয়ারের পানিতে অনেকের বাড়ীর পুকুরের মাছ চলে যায়। তমরদ্দি ইউপি চেয়ারম্যান ফররুখ আহমেদ জানান,বর্ষার টানাবৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারের কারণে তমরদ্দি ইউনিয়নের নিন্মাঞ্চলগুলি প্লাবিত হয়েছে। দ্রুত বেড়ীবাঁধ সংস্কার করা প্রয়োজন। নিঝুম দ্বীপ বীট কর্মকর্তা সাইফুর রহমান জানান, নিঝুমদ্বীপ অতিরিক্ত জোয়ারের কারনে বাগানের হরিনগুলো বাগানের পাশে উঁচু জায়গায় এসে আশ্রয় নিয়েছে। নিঝুমদ্বীপে জোয়ারের পানিতে প্রধান সড়কসহ ব্যাপক এলাকা প্লাবিত হয়েছে। এছাড়া নতুন সৃজন করা ঝাউ বাগানসহ ফসলি জমির ধান ৩ ফুট পানিতে ডুবে যায়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল করিম জানান, বেড়ীবাঁধ মেরামতের জন্য পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করা হচ্ছে।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT