নাগরপুরের ১৩০ টি পরিবারকে ঈদ উপহার দিলেন যুবদলের নেতা দীপন মোল্লা
মোঃ কামরুজ্জামান রবিবার দুপুর ০১:৪৭, ১৭ মে, ২০২০
মোঃ শাকিল হোসেন শওকত, নাগরপুর, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার করোনা ভাইরাসের পরিস্থিতির স্বীকার ১৩০টি পরিবারকে ঈদ উপহার সামগ্রি দিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ রফিকুল ইসলাম দীপন মোল্লা। ১৭ মে রবিবার সকালে সহবতপুর ইউনিয়নের গালর্স স্কুল মাঠ প্রাঙ্গণ থেকে এসব উপহার সামগ্রি করোনা পরিস্থিতির স্বীকার নিম্ন আয়ের মানুষের হাতে তুল দেয়া হয়। এ সময় তিনি বলেন, এর আগে করোনা মোকাবিলায় ঘরে থাকা আমার এলাকার বেশ কিছু মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। তারই ধারাবাহিকতায় আজকেও আসন্ন ঈদের কথা চিন্তা করে আজ উপজেলার সহবতপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১৩০ টি পরিবারের হাতে ঈদ উপহার সামগ্রি তুলে দিলাম। আশাকরি এই উপহার সামগ্রি বিন্দুমাত্র হলেও তাদের কাজে আসবে। তিনি আরও বলেন, সমাজের সামর্থবান, বিত্তশালী সবার উচিত করোনা পরিস্থিতির স্বীকার এসব লোকজনের পাশে দাঁড়ানো। এ সময় আরোও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া, উপজেলা শ্রমিক দলের সভাপতি মাসুদুর রহমান লিয়াকত মোল্লা, সেচ্ছাসক দলের সাধারণ সম্পাদক আবুল কাশেম মানিক, উপজেলা যুবদলের সদস্য মো. মনির উদ্দিন মিয়া, মো. মামুন মিয়া, মো. রবিউল ইসলাম, আব্দুল জলিল মিয়া, সহবতপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাকির হোসেন আকাশ সহ ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃত্ববৃন্দ।