নবীগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটির(২০২০) আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহন
নিজস্ব প্রতিনিধি বৃহস্পতিবার রাত ০৯:৩৮, ২ জানুয়ারী, ২০২০
হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের নবীগঞ্জ প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির কাছে দায়িত্বভার হস্তান্তর করেছেন আহবায়ক কমিটি।
পহেলা জানুয়ারী বুধবার দুপুরে নবীগঞ্জ শহরস্থ চাইনিজ রেস্টুরেন্টে নবীগঞ্জ প্রেস ক্লাবের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকসহ আহবায়ক কমিটির সদস্যবৃন্দ ও নির্বাচন কমিশনের নেতৃবৃন্দ প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি মোঃ সরওয়ার শিকদার, সহসভাপতি আশাহিদ আলী আশা, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক কিবরিয়া চৌধুরী, অর্থ সম্পাদক আকিকুর রহমান সেলিম কার্যনির্বাহী সদস্য এস. আর. চৌধুরী সেলিম, অলিউর রহমান অলি, এম এ আহমদ আজাদ, ফখরুল আহসান চৌধুরী, শাহ্ সুলতান আহমদ, আনোয়ার হোসেন মিঠু, তোফাজ্জুল হোসেন ও সুবিনয় রায় বাপ্পির কাছে আনুষ্টানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।
বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক এর সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পাল, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, এডভোকেট গতি গোবিন্দ দাশ, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, নবীগঞ্জ থানার অফিসার ইন চার্জ মোঃ আজিজুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির, হবিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সৈয়দ এখলাছুর রহমান খোকন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাধারণ সদস্য প্রবীন সাংবাদিক মছদ্দর আলী, সাইফুল জাহান চৌধুরী, এটি এম সালাম, রাকিল হোসেন, ছাদিকুল ইসলাম, মুরাদ আহমদ, এম এ মুহিত, মুহিবুর রহমান, মোঃ আলাউদ্দিন, মোঃ আবু তালেব, শাহ মিজানুর রহমান, এম মুজিবুর রহমান, সলিল বরন দাশ, সেলিম তালুকদার, মহিবুর রহমান চৌধুরী তছনু, জাকির হোসেন চৌধুরী, নুরুজ্জামান ফারুকী, হাবিবুর রহমান চৌধুরী শামীম, আলী হাসান লিটন, নাবদে মিয়া, মতিউর রহমান মুন্না, ছনি চৌধুরী, মোজাহিদ আলম চৌধুরী, তৌহিদ চৌধুরী প্রমূখ।
এসময় আগত অতিথিরা সাংবাদিকদের ঐক্য আজীবন ধরে রাখার আহবান জানান। এছাড়া নবীগঞ্জ প্রেস ক্লাবের ভবন নির্মাণে প্রশাসন ও জনপ্রতিনিধিরা সর্বাত্বক সহযোগীতা করার আশ্বাস প্রদান করেন।