ঢাকা (দুপুর ১২:৫৯) শুক্রবার, ৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

নওমুসলিম ইমাম হত্যার প্রতিবাদতে নওগাঁয় মানববন্ধন 

আবু ইউসুফ,নওগাঁ আবু ইউসুফ,নওগাঁ Clock বৃহস্পতিবার রাত ১১:৪৭, ২৪ জুন, ২০২১

নওমুসলিম ওমর ফারুক ত্রিপুরা (রহিমাহুল্লাহ)। বান্দরবানের রোয়াংছড়ির বাসিন্দা। তিনি তার ট্রাইবের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করেছেন। তার দাওয়াতে ৫ টি পরিবারের প্রায় ৩০ জন ইসলাম গ্রহণ করেছেন। নিজের উদ্যোগ তৈরি মসজিদে ইমামতিও করতেন তিনি। ইসলাম গ্রহণের পর থেকেই তাকে খ্রিস্টান উপজাতি সন্ত্রাসী জেএসএস হুমকি দিয়ে আসছিলো।অবশেষে সন্ত্রাসীরা মসজিদের পাশেই তাকে হত্যা করে।

এই হত্যার প্রতিবাদে নওগাঁ শহরের প্রাণকেন্দ্র মুক্তির মোড়ে সাধারণ ছাত্র জনতার উদ্যোগে আজ ২৪ জুন, ২০২১ বিকাল ৫টায় মানববন্ধন আয়োজিত হয়। উক্ত মানববন্ধনে সৈয়ব আহমেদ সিয়ামের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুহাম্মাদ ফরহাদ আলম, সাকিব খান, সাদ হক, আব্দুস সোবহান সোহান সহ অনেকে।

মানববন্ধনে সৈয়ব আহমেদ সিয়াম বলেন,”খ্রিষ্টান সন্ত্রাসীর বদলে যদি ইসলামের নামধারী কোনো জঙ্গি সংগঠন হামলা করতো। আর ইসলাম প্রচারকের বদলে যদি কোনো সসমকামিতা প্রচারককে হত্যা করা হতো… তাহলেও কী মানবাধিকার সংগঠন আর বিশ্ব মিডিয়া এভাবেই চুপ থাকতো? তাহলে কী শুধু মুসলিম হওয়ার কারণেই এই বৈষম্য?”

মানববন্ধনে দশ দফা দাবি প্রস্তাব করা হয়। উত্থাপিত দাবী সমূহ হলো:

০১) নওমুসলিম শহীদ ওমর ফারুক এর মিশন অব্যাহত ও আরো জোরদার করতে সরকার ও সংশ্লিষ্ট এলাকার প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে।

০২) নওমুসলিম শহীদ ওমর ফারুক প্রতিষ্ঠিত মসজিদটি আবাদ রাখতে সরকারি ভাবে মসজিদ নির্মাণ করতে হবে, এবং তার নামানুযায়ী মসজিদের নামকরণ করতে হবে ‘শহিদ ওমর ফারুক জামে মসজিদ’

০৩) নওমুসলিম শহীদ ওমর ফারুক প্রতিষ্ঠিত মসজিদে ধর্ম পালন নির্ভয় ও নিরাপদ করতে হবে।

০৪) নওমুসলিম শহিদ ওমর ফারুক এর পরিবারের দায়িত্ব ও প্রয়োজনীয় সবধরণের পৃষ্ঠপোষকতা রাষ্ট্রীয় ভাবে নিতে হবে।

০৫) নওমুসলিম শহিদ ওমর ফারুক এর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

০৬) নওমুসলিম শহিদ ওমর ফারুক এর মাধ্যমে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তারা সহ সকল নওমুসলিমদের পূনর্বাসন ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

০৭) অবিলম্বে নওমুসলিম শহিদ ওমর ফারুক এর খুনিদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

০৮) পার্বত্য চট্টগ্রামে সবধরনের সন্ত্রাসি কর্মকান্ড,অবৈধ অস্ত্র ও রাষ্ট্রবিরোধী জুমল্যান্ড তৎপরতা বন্ধ করতে হবে।

০৯) পার্বত্য চট্টগ্রামে এনজিওর নামে খৃষ্টান মিশনারী কার্যক্রম বন্ধ করতে হবে।

১০) পাহাড়ী সন্ত্রাসী গোষ্ঠি কর্তৃক পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল বাঙালী হত্যার বিচার করতে হবে।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT