ধর্মপাশায় ১০০০টি পরিবারে মধ্যে চাল বিতরণ করেন শামীমা শাহরিয়ার এমপি
মোবারক হোসাইন, সুনামগঞ্জ বুধবার রাত ১০:০৯, ১৫ জুলাই, ২০২০
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ২০টি গ্রামের বন্যার্ত এক হাজার পরিবারের মধ্যে আট কেজি করে চাল ও প্রাথমিক চিকিৎসা বাবদ ঔষধ বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ও সিলেট -সুনামগঞ্জ সংরক্ষিত নারী আসনের সাংসদ শামীমা শাহরিয়ার ব্যক্তিগত তহবিল থেকে এসব বরাদ্দ পৌঁছে দেওয়া হয়।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট সুনামগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামীমা শাহরিয়ার এমপি, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক রফিকুল হাসান চৌধুরী, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য ও ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আলমগীর কবির, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান মোকাররম হোসেন, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য ও ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক জুবায়ের পাশা হিমু, ধর্মপাশা সদর ইউনিয়ন চেয়ারম্যান সেলিম আহমেদ, উপজেলা কৃৃষকলীগের আহব্বায়ক আঃ আজিজ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ তালুকদার, আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এনামুল হক, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রোকন উদ্দীন, উপজেলা যুবলীগের সহসভাপতি এম আর খাঁন পাঠান, উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আলামিন খাঁন, সাংবাদিক মোবারক হোসাইন, আবদুল্লাহ আল সানি প্রমুখ।