ধর্মপাশার সেলবরষ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন আর নেই
মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ শুক্রবার সন্ধ্যা ০৬:১৬, ৮ জুলাই, ২০২২
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, উত্তর বীরের বাসিন্দা ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন (৭০) আর নেই।
(ইন্নাল্লিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)
জানা গেছে, (৮ জুলাই ২০২২) শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে নিজ বাড়িতে তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। মরহুমের জানাযার নামাজ আজ শুক্রবার সন্ধ্যা ৬টার সময়, বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ফুটবল খেলার মাঠে অনুষ্ঠিত হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে জীবন বাজী রেখে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি অংশ নিয়েছিলেন।
তিনি নিজের ব্যবহার ও সততার কারণে এলাকার মানুষজনদের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। তাই এই বরেন্য ব্যক্তির মৃত্যুতে বাংলাদেশ মুক্তিযুদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠান চেয়ারম্যান মোঃ সোলাইমান মিয়া ও মহাসচিব শফিকুল ইসলাম বাবু, ধর্মপাশা উপজেলা শাখার বীর মুক্তিযোদ্ধার সন্তানগণ, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, শিক্ষকসহ নানা শ্রেণি পেশার মানুষেরা গভীর শোক প্রকাশ করেছেন।
মৃত্যুকালে তিনি ৩ স্ত্রী ও ৬ ছেলে, ৪ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, এডভোকেট আব্দুল হাই, সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ, ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, সাবেক চেয়ারম্যান সেলিম আহমেদ,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আমজাদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক এনাম; শোকসন্তপ্ত পরিবার ও মরহুম বীর মুক্তিযোদ্ধা নূর হোসেনের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন ও শোক প্রকাশ করেন।