ঢাকা (বিকাল ৫:৩৬) শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


ধর্মপাশায় সিলেটের অতিরিক্ত ডিআইজি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ Clock বুধবার রাত ১১:৩৬, ৪ মে, ২০২২

বাংলদেশ পুলিশের সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার বলেছেন, সবার সম্মিলিত প্রচেষ্ঠা ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব হয় না। সমাজে যত ধরণের অপরাধ আছে তা দমন করতে হলে, সবাইকে মিলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র, বর্তমান সরকারের আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ভূয়সী প্রশংসা করে বলেন, জনসেবার ৯৯৯ সহ অন্যান্য নম্বরগুলো আমেরিকার আদলে এ দেশে চালু করা হয়েছে। এতে আগের চেয়ে সেবার মান অনেক বেড়েছে।

তিনি পুলিশ বিভাগের বিট পুলিশের কার্যক্রম এবং অপরাধ দমনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ধর্মপাশা থানা পুলিশের উদ্যোগে থানা চত্বরে আয়োজিত আজ বুধবার সন্ধ্যা ছয়টার দিকে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

ধর্মপশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ এই সভায় সভাপতিত্ব করেন। ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমানের সঞ্চালনে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, সিনিয়র সাংবাদিক সালেহ আহমদ, ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জুবায়ের পাশা, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোকাররম হোসেন তালুকদার, সেলবরষ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা প্রমুখ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT