ঢাকা (রাত ১২:০৭) মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


ধর্মপাশায় শিশু দুর্জয় হত্যা মামলার একমাত্র আসামি গ্রেপ্তার

মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) Clock রবিবার রাত ১১:৩৪, ২৯ আগস্ট, ২০২১

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার চামরাদানী ইউনিয়নের আবিদনগর নোয়াগাঁও গ্রামে আড়াই বছর বয়সী শিশু দুর্জয় মিয়া হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ রবিবার (২৯আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে নিহত শিশুটির বাবা কৃষক ছালেক মিয়া বাদী হয়ে হত্যার ঘটনায় জড়িত জয়নাল মিয়া (৪০)কে একমাত্র আসামি করে উপজেলার মধ্যনগর থানায় এই মামলাটি করেছেন।

মামলার পর পরই ওই মামলার একমাত্র আসামিকে আজ বেলা দেড়টার দিকে গ্রেপ্তার করেছে মধ্যনগর থানা পুলিশ। বাড়ির সীমানা নির্ধারণ ও পারিবারিক নানা বিষয় নিয়ে বিরোধের জের ধরে গতকাল শনিবার এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

এলাকাবাসী ও মামলার এজহার সূত্রে জানা গেছে, উপজেলার  চামরদানী ইউনিয়নের আবিদনগর নোয়াগাঁও গ্রামের কৃষক জয়নাল মিয়ার (৪০) সঙ্গে একই গ্রামের কৃষক ছালেক মিয়ার (৩৫) বাড়ির সীমানা নির্ধারণসহ পারিবারিক নানা বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গতকাল শনিবার বেলা দেড়টার দিকে ছালেক মিয়া তার আড়াই বছর বয়সী শিশু দুর্জয়কে নিয়ে জয়নাল মিয়ার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় জয়নাল মিয়া নিজ বাড়ির উঠানে ধারালো দা দিয়ে বাঁশ কাটছিল। এ সময় দুজনের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে জয়নাল তার হাতে থাকা ধারালো দা দিয়ে ছালেক মিয়ার মাথায় কোপ মারেন। ছালেক মিয়া মাথা সরিয়ে নিলে এই কোপ তার কোলে থাকা আড়াই বছরের শিশু দুর্জয়ের মাথায় লাগে।

এতে শিশুটির রক্তক্ষরণ হলে তাকে ওইদিন বেলা পৌনে তিনটার দিকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে এলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ওই শিশুটিকে মৃত ঘোষণা করেন। পরে নিহত ওই শিশুটিকে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

আজ রোববার দুপুরে হত্যা মামলা হওয়ার পর বেলা দেড়টার দিকে ওই আসামির পাশের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ওইদিন বিকেল তিনটার দিকে ওই আসামিকে ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে আদালতের বিচারক ওই  আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মধ্যনগর থানার ওসি নির্মল দেব বলেন,উপজেলার আবিদনগর নোয়াগাঁও গ্রামে আড়াইবছর বয়সী শিশু দুর্জয় হত্যাকাণ্ডের ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। মামলার একমাত্র আসামি জয়নাল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT