ঢাকা (রাত ২:৩৬) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ধর্মপাশায় মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে দুই জেলে নিহত

মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ Clock বুধবার ১২:০৬, ৩১ আগস্ট, ২০২২

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার শালদিঘা হাওরে মাছ শিকার করতে গিয়ে; বজ্রপাতে খোকন মিয়া (৪৪) ও জিলন মিয়া (৩২) নামের দুজন জেলে নিহত হয়েছে। নিহত ওই দুজন জেলের বাড়ি ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেখইজোড়া গ্রামে। মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল ছয়টার দিকে আকস্মিক বজ্রপাতে এই প্রাণহানির ঘটনা ঘটে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলা পাইকুরাটি ইউনিয়নের বেখইজোড়া গ্রামের খোকন মিয়া (৪৪) ও জিলন মিয়া (৩২); মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল পৌনে ছয়টার দিকে পাশ্ববর্তী মধ্যনগর উপজেলার শালদিঘা হাওরে নিজেদের পেতে রাখা চাঁই থেকে মাছ তুলতে যান। এ সময় হালকা বৃষ্টি হচ্ছিল। সকাল ছয়টার দিকে আকস্মিক বজ্রপাতে জেলে খোকন মিয়া ও জিলন মিয়া অচেতন হয়ে পড়েন।

পরে তাদেরকে সেখান থেকে স্থানীয় লোকজন উদ্ধার করে; ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার ওই দুজন জেলেকে মৃত ঘোষণা করেন।

পাইকুরাটি ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল বলেন, নিহত ওই দুজন জেলে সম্পর্কে আপন দুই সহোদর ভাই। বজ্রপাতে দুই জেলের মৃত্যু হওয়ার ঘটনাটি ইউএনও স্যারকে জানিয়েছি।

ইউএনও মো. মুনতাসির হাসান বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে বজ্রপাতে নিহত ওই দুটি জেলে পরিবারকে আর্থিক সহায়তা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।

এছাড়াও ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT