ঢাকা (রাত ৩:৫৩) মঙ্গলবার, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ধর্মপাশায় ভূমিহীন ও গৃহহীন ১২০টি পরিবার পেল নতুন ঘর

মোবারক হোসাই,ধর্মপাশা,সুনামগঞ্জ মোবারক হোসাই,ধর্মপাশা,সুনামগঞ্জ Clock মঙ্গলবার রাত ০৯:৩০, ২৬ এপ্রিল, ২০২২

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদ গণমিলনায়তনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১২০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে নতুন ঘরের দখলনামা ও প্রয়োজনীয় কাগজপত্রাদি হস্তান্তর করা হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় পর্যায়ের আওতায় এ উপজেলায় ১৫০টি নতুন ঘর নির্মাণ কাজ সম্প্রতি শেষ হয়েছে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল ১১টা দিকে উপজেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মুনতাসির হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদুয়ানুল হালিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, উপজেলা প্রকৌশলী আরিফ উল্লাহ খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস, জয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকাররম হোসেন তালুকদার প্রমুখ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT