ঢাকা (সন্ধ্যা ৬:০৮) সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ধর্মপাশায় বিভিন্ন স্থানে আওয়ামীলীগের ত্রাণ সামগ্রী বিতরণ

মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ Clock মঙ্গলবার সন্ধ্যা ০৭:০২, ২১ জুন, ২০২২

সুনামগঞ্জে ভয়াবহ বন্যায় ধর্মপাশা উপজেলায় বিভিন্ন গ্রামে ত্রাণ সামগ্রী বিতরণ করে ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগ।

মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার মহদীপুর, হলিদা, দেওলা, রাজদরপুর, জানিয়ার চর সহ বিভিন্ন গ্রামে বন্যা কবলিতদের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

মাননীয় প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ করেন, ধর্মপাশা উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, উপজেলার সহ সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোকারম হোসেন সহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

জানা যায়, সুনামগঞ্জের ২য় বারের মত আবারও ভয়াবহ বন্যায় প্লাবিত হওয়ায়, উপজেলায় লক্ষ লক্ষ নারী পুরুষ পানিবন্দী হয়ে আছেন। আশ্রয়কেন্দ্র সহ সরকারী স্কুল, কলেজ এমনকি ব্যক্তিমালিকানাধীন দোতলা ভবনেও আশ্রয় নিচ্ছেন নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ ও গবাদী পশু।

গত ৫ দিন যাবৎ উজান থেকে নেমে আসা পাহাড়ে ঢল ও টানা বুষ্টিতে সুনামগঞ্জ জেলার ১২টি উপজেলা ও ৪টি পৌরসভার নিম্মাঞ্চল প্লাবিত হয়। বন্যার কারণে বিদ্যুৎ বিহীন থাকতে হচ্ছে বানবাসী সাধারণ মানুষদের। আশ্রয় কেন্দ্র সহ রাস্তাঘাটে রয়েছেন সাধারণ মানুষ, কেউবা নৌকা যোগে চলে যাচ্ছে অন্যত্র উপজেলায়।

বিতরণের সময় নেতারা বলেন, হাওরাঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্থ সাধারণ মানুষের পাশে আছেন জননেত্রী শেখ হাসিনা। ঘরবন্দী নারী পুরুষদের উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT