ঢাকা (দুপুর ১:৫৮) শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


ধর্মপাশায় বন্যার পানিতে তলিয়ে গেছে সড়ক,বসতঘরে ঢুকে পড়েছে পানি,পানিবন্দী লাখো মানুষ

মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ Clock শনিবার ১২:৩০, ১৮ জুন, ২০২২

কয়েকদিন ধরে ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে, সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বন্যা দেখা দিয়েছে। উপজেলার বেশিরভাগ সড়ক বন্যার পানিতে তলিয়ে গেছে। ফলে যানচলাচল বন্ধ রয়েছে।

উপজেলার অধিকাংশ গ্রামগুলোর বসতঘর ও গোয়ালঘরের ভেতরে পানি ঢুকে পড়েছে। এ অবস্থায় গবাদি পশু নিয়ে মানুষজন স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আশ্রয় নিচ্ছে। সবমিলিয়ে এ উপজেলায় প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বন্যার পানিতে মানুষজনদের স্বাভাবিক জীবন যাপন ব্যাহত হচ্ছে।

উপজেলা প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি অস্বাভাবিকভাবে বেড়ে গিয়ে বৃহস্পতিবার রাতে বন্যা সৃষ্টি হয়।বন্যার পানিতে উপজেলার ১০হেক্টর জমির সবজি খেত পানিতে তলিয়ে গেছে। উপজেলার ৭৩৭টি পুকুরের মধ্যে সবকটি পুকুর বন্যার পানিতে তলিয়ে গেছে। এ ছাড়া উপজেলার ১৯৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৮৫টি বিদ্যালয়ের ভেতরে বন্যার পানি ঢুকে পড়েছে। ৫৩টি বিদ্যালয়ে মানুষজন গবাদি প্রাণিসহ আশ্রয় নিয়েছে। অবশিষ্ঠ বিদ্যালয়গুলো বন্যার্তদের জন্য প্রস্তুত রয়েছে।

উপজেলার সেলবরষ ইউরিয়নের দক্ষিণবীর গ্রামের কৃষক ছোটন মিয়া বলেন,বন্যার পানিতে বসতঘরে হাটু পানি। নিরুপায় হয়ে পাশের বাড়িতে আশ্রয় নিয়েছি। রান্না-বান্নাও বন্ধ রয়েছে। সরকারের পক্ষ থেকে ত্রাণ সহায়তা একান্ত প্রয়োজন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. মুনতাসির হাসান বলেন, বন্যার অবস্থা অবনতির দিকে যাচ্ছে। বন্যার্তদের জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাইস্কুল, কলেজ, মাদ্রাসাগুলো খোলা রাখা হয়েছে। এছাড়া বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী প্রদানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT