ঢাকা (সন্ধ্যা ৭:৩২) বৃহস্পতিবার, ২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ধর্মপাশায় নানান আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ Clock শনিবার রাত ১১:৪৩, ২৬ মার্চ, ২০২২

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় যথাযোগ্য মর্যদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে।

শনিবার জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসের সূচনা হয়। ওইদিন সকাল ছয়টার দিকে উপজেলার ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়স্থ শহীদ মিনারে পুষ্পস্তপক অর্পণ করা হয়।

উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা পুলিশ প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন, প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের ব্যানারে সেখানে পুস্পস্তবক অর্পন করা হয়।

শহীদ মিনারে পুস্পস্তপক অর্পণের পর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, খেলাধুলা ইত্যাদি অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানদেরকে ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

মহান স্বাধীনতা দিবস অনুষ্ঠানে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসীর হাসান সভাপতিত্ব করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদুয়ানুল হালিম, ধর্মপাশা  সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ, ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ, ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এনামুল হক এনাম প্রমুখ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT