ধর্মপাশায় ত্রাণ সামগ্রী বিতরণ
মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ বৃহস্পতিবার রাত ০১:৫১, ৭ জুলাই, ২০২২
সিলেট এবং সুনামগঞ্জ জেলায় শতাব্দীর ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত বানভাসী মানুষের মাঝে, সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন গ্রামের, দুইশতাধিক অসহায় দরিদ্র পরিবারের মধ্যে, ৬ জুলাই বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মিনহাজ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও দায়েমী ফাউন্ডেশনের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
৯ ধরনের ১৭টি প্যাকেটে শুকনো খাবারের সমন্বয়ে ১০ কেজি ওজনের প্রতিটি বাক্সে টোস্ট বিস্কুট, সেমাই, মুড়ি, চিড়া, চানাচুর, চিনি, সুজি, চাল ও খাবার স্যালাইন ছিল। উল্লেখ্য যে, ২০১৭ সাল থেকে মিনহাজ ওয়েলফেয়ার ফাউন্ডেশন প্রতি বছর পবিত্র রমজান মাসে রোহিঙ্গা শরণার্থীদের শুকনো খাবার বিতরণ করে আসছে।
মিনহাজ ওয়েলফেয়ার ফাউন্ডেশন, যুক্তরাজ্য ভিত্তিক দাতব্য সংস্হা, এর আগে অত্র সংস্থার উদ্যোগে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় নির্বাচিত দুঃস্থ গরিব ও অসহায় পরিবারদের মাঝে রান্না করা খাবারের বক্স বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেয়া হয়েছে।
করোনার মহামারীর এই সময়ে মিনহাজ ওয়েলফেয়ার ফাউন্ডেশন স্বেচ্ছাসেবী দল প্রায় সব অঞ্চলে জরুরী সেবা দানে প্রস্তুত। করোনা সম্পর্কিত যাবতীয় স্বাস্থ্যবিধি ও সাবধানতা অবলম্বন করে এই কর্মসূচী পরিচালনা করে আসছে। উল্লেখিত খাদ্য সেবা কার্যক্রম বাংলাদেশ সরকারের এনজিও ব্যুরো কর্তৃক অনুমোদিত। দায়েমী ফাউন্ডেশন বাংলাদেশে মিনহাজ ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর প্রতিনিধি হিসেবে কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করছে।
বিগত রমজানে মিনহাজ ওয়েলফেয়ার ফাউন্ডেশন বিশ্বব্যাপি দশ লক্ষ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছে।
এসময় সেখানে উপস্থিত ছিলেন, মিনহাজ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা খোদাদাদ মারুফ, স্বেচ্ছাসেবক আব্দুর রহিম, সোহাগ আহমেদ ও ফজলে রাব্বি প্রমুখ।