ধর্মপাশায় ডিএসকের হ্যালো আই এম হিয়া প্রকল্পের উঠান বৈঠক
মোবারক হোসাইন, ধর্মপাশা, সুনামগঞ্জ সোমবার রাত ০৮:৪৫, ১৭ আগস্ট, ২০২০
বাল্যবিবাহ প্রতিরো,অল্প বয়সে গর্ভধারণরোধ ও স্কুল থেকে শিক্ষার্থী ঝরে পড়ার হার কমিয়ে আনার লক্ষে, সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের নিজগাবী পুর্বপাড়া, ডাক্তার তরিকুল আলম এর বাড়িতে বেসরকারি সংস্থা ডিএসকে এর হ্যালো আই এম হিয়া প্রকল্পের উদ্যোগে আজ বেলা ১২ টার দিকে কিশোর কিশোরী ও অভিভাবকদের নিয়ে দুইটি অধিবেশনে বেলা বারটা থেকে দুপুর ১ টা ও ১ টা থেকে ২ টা পর্যন্ত প্রজনন স্বাস্থ্য বিষয়ক কমিউনিটি ভিত্তিক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।এতে প্রথম অধিবেশনে ২০ জন অভিভাবক ও ২য় অধিবেশনে ২০ কিশোর কে নিয়ে উঠান বৈঠক করা হয়।
প্রকল্প সহযোগী শাহজাহান কবীর এর সঞ্চালনায় ও প্রকল্প কর্মকর্তা জুয়েল রানা এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,অভিভাবক ডাক্তার রফিকুল ইসলাম টিটু, ডাক্তার শামসুল হক, আঃলতিব তালুকদার,মোছাঃদিলশাদ আক্তার,কমিউনিটি সেচ্ছাসেবক মোহাম্মদ সৌরভ মিয়া প্রমুখ।