ঢাকা (সকাল ৮:১৯) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ধর্মপাশায় আ.লীগের ৭১তম প্রতিষ্ঠার্ষিকীতে ফলজ ও বনজ গাছের চারা রোপন

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বুধবার দুপুর ০৩:৩৮, ২৪ জুন, ২০২০

মোবারক হোসাইন, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠার্ষিকী উদযাপন উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ৭১টি ফলজ ও বনজ জাতের গাছের চারা রোপন করা হয়েছে।

উপজেলা সদরের বঙ্গবন্ধু চত্ত্বর থেকে শুরু করে আবদুল হেকিম চৌধুরী চত্ত্বর হয়ে জতি মিয়ার চত্ত্বর পর্যন্ত সড়কের দুই পাশে এসব ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হয়। গতকাল মঙ্গলবার বেলা দেড়টার দিকে বঙ্গ বন্ধু মোড় থেকে এই কার্যক্রম শুরু করা হয়।

এ সময় সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র চন্দ্র তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস,সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর কবীর প্রমুখ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT