ধর্মপাশায় অবৈধভাবে মাছ শিকার করায় এক ব্যক্তিকে ৭দিনের জেল
মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) রবিবার রাত ১০:২৪, ২০ মার্চ, ২০২২
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের সানবাড়ী গ্রামের পেছনে থাকা হিছার বিল ও কইন্নার বিলে দুটি শ্যালোমেশিন দিয়ে পানি সেচে মাছ শিকার করার দায়ে মো.রফিক (২৬) নামের এক ব্যক্তিকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড ও দুটি শ্যালোমেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
দণ্ড পাওয়া ওই ব্যক্তির বাড়ি উপজেলার স্বরসতীপুর গ্রামে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মুনতাসির হাসান রবিবার সকাল সাতটার দিকে সরোজমিনে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই দণ্ড দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মুনতাসির হাসান বলেন, অবৈধভাবে শ্যালোমেশিন বসিয়ে বিলের পানি সেচে মাছ শিকার করায় এই দণ্ড দেওয়া হয়েছে।
দণ্ড প্রাপ্ত ওই ব্যক্তিকে ধর্মপাশা থানা পুলিশের সহায়তায় ওইদিনই কারাগারে পাঠানো হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।