ধর্মপাশার মেসার্স মোর্শেদ ব্রিক ফিল্ডের প্রতিষ্ঠাতা করোনায় আক্রান্ত
মোবারক হোসাইন, ধর্মপাশা, সুনামগঞ্জ শনিবার রাত ০৯:৩৪, ১৮ জুলাই, ২০২০
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা ডিগ্রি কলেজ রোডের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো.শফিকুল ইসলাম (৫০) কোভিড ১৯ এ আক্রান্ত হয়েছেন। তাঁর গ্রামের বাড়ি ওই ইউনিয়নের মহদীপুর গ্রামে। তিনি মেসার্স মোর্শেদ ব্রিক ফিল্ডের প্রতিষ্ঠাতা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ১১জুলাই এ উপজেলায় পাঁচজনের করোনার নমুনা সংগ্রহ করে ১২ জুলাই তা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়ছিল। সেখান থেকে ওইদিন রাতেই ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ঝন্টু সরকারকে জানানো হয়েছে যে, এই পাঁচজনের মধ্যে একজন পুরুষ (৫০) করোনা পজেটিভ ধরা পড়েছে। বাকি চারজনের ফলাফল নেগেটিভ এসেছে।
করোনা ভাইরাসে আক্রান্ত বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শফিকুল ইসলামের ব্যবসায়ী প্রতিষ্ঠানের সুপারভাইজার আলী আমজাদ ভুলু বলেন, উনি ( আমাদের শফিকুল ইসলাম ভাই) করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে উঠেন এ জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ঝন্টু সরকার সাংবাদিকদের বলেন,নতুন করে করোনায় আক্রান্ত ওই ব্যক্তি নিজ বাসায় হোম আইসোলেশনে রয়েছেন।
এ উপজেলায় ২৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ১৯জন সুস্থ হয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষ অবহিত রয়েছেন।