ধর্মপাশায় মিথ্যা মামলায় কলেজ ছাত্রকে ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন
মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ শনিবার রাত ০২:২৪, ৯ জুলাই, ২০২২
বিএনপি ও জামাতের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ না করায়, কলেজ ছাত্রকে ফাঁসাতে চাঁদাবাজ, মাদকসেবী ও ইভটিজিং এর অভিযোগ এনে মামলা ও মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশের প্রতিবাদে সুনামগঞ্জের ধর্মপাশায় সংবাদ সম্মেলন করা হয়েছে।
শুক্রবার (৮ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার হাসপাতাল রোডস্থ উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেন পাইকুরাটি ইউনিয়নের সুনই গ্রামের দোয়েল আহমেদ ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে দোয়েল আহমেদ জানান, গেল (৪ জুলাই) বিভিন্ন পত্রিকায় আমি ও আমার চাচাতো ভাইদের বিরুদ্ধে ইভটিজিং চাঁদাবাজি ও মাদকের মতো মারাত্মক অভিযোগ এনে সংবাদ প্রকাশিত হয়, যাহা কল্পনা প্রসুত মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন।
আমাদের বিরুদ্ধে অভিযোগকারী অলি ও ডালি মিয়া, সুনই গ্রামের বাসিন্দা। তারা আপন দুই ভাই সরকারী চাকরীজীবি। অলি সুনই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং ডালি পার্শ্ববর্তী বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসাবে কর্মরত আছেন।
তারা দুজন সরকারী চাকুরী করার পরেও বিএনপি জামাতের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত, তারা দুই ভাই বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের সমালচনা করাসহ, বিভিন্ন সরকার বিরোধী কর্মকান্ডের সঙ্গে জড়িত। অলি মিয়া আমাদের নিজ গ্রামের চাকুরী করার সুবাদে নিজের প্রভাব প্রতিপত্তি খাটিয়ে ঠিকমত স্কুলে হাজির থাকেন না। আমরা যুব সমাজ তার বিদ্যালয়ে অনুপস্থিতির বিষয়ে কথা বলায় আমাদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখান।
অলি এবং ডালি সরকারী চাকুরীজীবি হলেও তাদের দুই ভাই এলাকায় আলাদা বাহিনী গড়ে তোলেছেন। তাদেরকে দিয়ে তারা দুই ভাই বিভিন্ন সময় বিএনপি জামাতের কর্মকাণ্ডে অংশগ্রহণ করিতে দেখা যায় এবং ফেসবুকে পোস্ট দিতেও দেখা যায়।
অলি ও ডালি আমাদের প্রতিবেশী হওয়ায় তারা বিভিন্ন সময় আমাদেরকে বিএনপি ও জামাতের দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করতে বলে। আমরা তার এই প্রস্তাব গ্রহণ না করায় আমি এবং আমার চাচাতো ভাইদের বিরুদ্ধে চাঁদাবাজী ইভটিজিং ও মাদকের মত জঘন্য অভিযোগ আনে।
আমাদেরকে ব্যক্তিগত ও সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যা মামলা ও বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়েছে। যাহা সঠিক তদন্তের মাধ্যমে সত্য বেরিয়ে আসবে। অলি ও ডালি তারা দুই সহোদর ভাই, সরকারী চাকরিজীবি হয়েও বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে সমালোচনা, অপ-পচার ও সরকার বিরোধী কর্মকান্ডের জড়িত।
সঠিক তদন্তের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় আনার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন তিনি।
এ বিষয়ে অলি ও ডালি তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন।