ঢাকা (রাত ২:৫৬) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে প্রেসক্লাবের সভাপতি জুবায়ের পাশা হিমুর বড় ভাই আ’লীগ নেতা আলমগীর কবীরের মৃত্যুতে শোক প্রকাশ

মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) Clock সোমবার দুপুর ০২:০০, ৭ সেপ্টেম্বর, ২০২০

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সিনিয়র সদস্য ও ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি  ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবায়ের পাশা হিমুর বড় ভাই আলমগীর কবীর (৬০) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )

জানা যায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনি রাজধানী ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হলে রবিবার মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।

প্রয়াত আলমগীর কবীর জেলার ধর্মপাশা উপজেলার ধর্মপাশা গ্রামের প্রয়াত চাঁন মিয়ার জেষ্ঠ সন্তান ও  ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবায়ের পাশা হিমুর সহোদর বড় ভাই।

তিনি সুনানামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র  সদস্য ও ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগেরর সহ-সভাপতি ,ধর্মপাশা জনতা মডেল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, খয়েরদীর চর দাখিল মাদ্রাসার সভাপতির দায়িত্ব পালন করে গেছেন।

এছাড়াও তিনি সুনামের সাথে দ্বীর্ঘ মেয়াদে ধর্মপাশা বিআরডিবির চেয়ারম্যান ও ধর্মপাশা ডিগ্রী কলেজ পরিচালনা কমিটির সদস্য হিসাবে জনকল্যাণমুলক কাজ করে গেছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী দুই মেয়ে সহ অসংখ্য আত্বীয় স্বজন ও গুণগ্রহী রেখে গেছেন।

এদিকে আওয়ামী লীগ নেতা আলমগীর কবীরের মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করে শোকাসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সিনিয়র সাংবাদিক সালেহ আহমদ,এড.মামুনুর রহমান , ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, দপ্তর ও প্রচার সম্পাদক সোহন আহমেদ,সাংবাদিক মোবারক হোসাইন লিপু মজুমদার আবদুল্লাহ আল সানি,সহ প্রেসক্লাবের সদস্যগণ।

 




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT