ঢাকা (সন্ধ্যা ৬:২৭) রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ধর্মপাশা উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা আক্তার খানমের মতবিনিময় সভা

মোবারক হোসাইন মোবারক হোসাইন Clock সোমবার সন্ধ্যা ০৭:৩৩, ৩ অক্টোবর, ২০২২

মোবারক হোসাইন, ধর্মপাশা, সুনামগঞ্জ প্রতিনিধি :

 

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে রবিবার (২অক্টোবর)  রাত সাড়ে নয়টার দিকে  এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ধর্মপাশা উপজেলা প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি ও ধর্মপাশা সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু। এতে প্রধান অতিথি ছিলেন সিলেট-সুনামগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা আক্তার খানম। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা প্রেস ক্লাবের সহ সভাপতি গিয়াস উদ্দিন রানা, সাধারণ সম্পাদক এম এনামুল হক, যুগ্ম সম্পাদক সেলিম আহম্মেদ, দপ্তর সম্পাদক সোহান আহমেদ, সদস্য,সিনিয়র সাংবাদিক সালেহ আহমদ মোবারক হোসাইন  প্রমুখ।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শামীম আহমেদ মুরাদ, ধর্মপাশা সদর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম আহম্মেদ,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন খান, যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল সানি প্রমুখ।

 

সংসদ সদস্য অ্যাডকেট শামীমা আক্তার খানম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে  বর্তমান সরকারের আমলে দেশ অনেক দূর  এগিয়ে গেছে। স্বাধীন এই বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রায়  গণমাধ্যম কর্মীদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT