মার্কেট খোলা থাকবে রাত ৯টা পর্যন্ত
![](https://meghnanews.com.bd/wp-content/uploads/2021/04/Image-52.jpg)
ডেক্স রিপোর্ট
রবিবার রাত ০৯:২৪, ২৫ এপ্রিল, ২০২১
রাজধানী ঢাকায় এখন থেকে দোকানপাট ও বিপণিবিতান রাত ৯টা পর্যন্ত খোলা রাখা যাবে। ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে ১৪ এপ্রিল থেকে সারা দেশে কঠোর লকডাউন শুরু হয়। রোববার লকডাউনের শর্ত শিথিল করে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিংমল খোলা রাখা যাবে বলে জানিয়েছিল মন্ত্রিপরিষদ বিভাগ।
তবে ব্যবসায়ীদের পক্ষ থেকে দোকানপাট আরও বেশি সময় খোলা রাখার অনুমতির জন্য দেনদরবার চলছিল। এর মধ্যেই ঢাকা মহানগর পুলিশ এই সিদ্ধান্তে এলো।