ঢাকা থেকে করোনার উপসর্গ নিয়ে এসে আদমদীঘিতে ১ ব্যাক্তির মৃত্যু, সরকারী নিয়মে দাফন
মোঃ কামরুজ্জামান মঙ্গলবার ১২:১১, ১৬ জুন, ২০২০
মিরু হাসান বাপ্পী, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ঢাকা থেকে করোনার উপসর্গ নিয়ে বাড়ীতে আসা নিজাম উদ্দীন (৩৮) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছ। সে উপজেলার উৎরাইল গ্রামের মোঃ খয়বর আলীর ছেলে এবং পেশায় র্গামেন্টস বলে জানাগাছে। জানাযায়, করোনার উপসর্গ নিয়ে রবিবার রাতে ঢাকার কর্মস্থল থেকে বাড়ীতে আসেন এবং এদিন ভোর রাতে তার মৃত্যু হয়। সংবাদ পেয়ে এদিন বেলা সাড়ে ১১টারদিকে আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম আব্দুলাহ বিন রশিদ স্বাস্থ্য বিভাগের লোকজন নিয়ে সরকারী বিধি মোতাবেক তার পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করেন। এছারাও তার পরিবারের লোকজনকে হোমকয়ারের্ন্টনে রাখেন। এ বিষয়ে তার মৃত্যুর সত্যতা নিশ্চিত করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শহিদুলাহ দেওয়ান বলেন করোনায় তার মৃত্যু হয়েছে এমনটা বলা যাবেনা তবে জ্বর সর্দি নিয়ে ঢাকা থেকে এসেছে। আমরা তার নমুনা সংগ্রহ করে বগুড়ায় পাঠানো হয়েছেু রিপোট পাওয়ার পর জানাযাবে সে করোনায় না অন্যরোগে মারাগাছে।