ঢাকা (সন্ধ্যা ৬:০৩) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


ডেপুটি স্পিকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এম.পি’র সহধর্মিনী আনোয়ারা রাব্বী আর নেই

ডেপুটি স্পিকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এম.পি’র সহধর্মিনী আনোয়ারা রাব্বী
ডেপুটি স্পিকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এম.পি’র সহধর্মিনী আনোয়ারা রাব্বী

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock মঙ্গলবার বিকেল ০৪:১১, ২৬ মে, ২০২০

আসাদ খন্দকার, সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এম.পি’র সহধর্মিনী আনোয়ারা রাব্বী ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না…….রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

আজ মঙ্গলবার (২৬ মে) ১০টা ৪০ মিনিটে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি স্পিকারের ব্যক্তিগত সহকারী একান্ত সচিব তৌফিকুল ইসলাম।

জানাগেছে, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এম.পি গত সোমবার (১৮ মে) গাইবান্ধা-৫ আসনের বিভিন্ন উপজেলায় ঈদ উপহার বিতরণ করতে আসেন। হঠাৎ তার সহধর্মিনী আনোয়ারা রাব্বী অসুস্থ হয়ে পড়লে সেদিনই ঢাকায় যান তিনি। প্রথমে ঢাকা সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে এক সপ্তাহ ধরে লাইফ সাপোর্টে ছিলেন আনোয়ারা রাব্বী। মৃত্যুকালে তিনি স্বামী, ৩ কন্যা ফাহিমা রাব্বী রিটা, ফারহানা রাব্বী রিপা, ফারজানা রাব্বী বুবলী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ বাদ এশা মরহুমার নামাযে জানাযা শেষে তার পারিবারিক কবস্থানে দাফন করা হবে। আনোয়ারা রাব্বী’র মৃত্যুতে গাইবান্ধা জেলা আ’লীগ সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপন, উপজেলা আ’লীগ, যুবলীগসহ অংগ সংগঠনের নেতৃবৃন্দগণ গভীর শোক ও সমবেদনা
জ্ঞাপন করেছেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT