ঢাকা (রাত ১২:০২) সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ডেঞ্জার জোনে যাত্রী পারাপার : নৌযান জব্দ, আটক ২

ভোলা জেলা ২৩৭৫ বার পঠিত
ডেঞ্জার জোনে যাত্রী পারাপার : নৌযান জব্দ, আটক ২

কামরুজ্জামান শাহীন কামরুজ্জামান শাহীন Clock সোমবার সকাল ১১:১৫, ১০ জুলাই, ২০২৩

ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে ডেঞ্জার জোনে যাত্রী পারাপারের সময় সি-সার্ভে সনদ না থাকায় একটি যাত্রবাহি নৌযান জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা। এসময় নৌযানটির চালাক মো. সবুজ ও হেলপার মো. সুমনকে আটক করা হয়।

রোববার (৯ জুলাই) দুপুরে দিকে লক্ষ্মীপুরের মজুচৗধুরীহাট ঘাট থেকে নৌযানটি ডেঞ্জার জোন পাড়ি দিয়ে ভোলার ইলিশা ঘাটে আসার সময় মাঝ নদীতে আটক করা হয়।

কোস্টগার্ড সূত্রে জানাযায়, নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষ্মীপুরের মজুচৗধুরীহাট ঘাট থেকে একটি সি-সার্ভে সনদ ছাড়া যাত্রীবাহি
নৌযান ডেঞ্জার জোন পাড়ি দিয়ে ভোলার ইলিশা ঘাটে আসছিল। ওই সময় মাঝ নদীতে নৌযানটি জব্দ ও চালক ও হেলপারকে আটক করা হয়। পরে ইলিশা ঘাটে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়।

পরে চালক ও হেলপারকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন আদালতে হাজির করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উল্লেখ্য-গত ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ভোলার ডেঞ্জার জোন এলাকায় সি-সার্ভে সনদ ছাড়া নৌযান চালাচলের ওপর নিষেধাজ্ঞা জারী করেছে সরকার।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT