ঠাকুরগাঁওয়ে বেগম রোকেয়া দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
মেঘনা নিউজ ডেস্ক রবিবার রাত ০৮:৪৬, ৯ ডিসেম্বর, ২০১৮
মো: ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি : নারী জাগরনের অগ্রদূত বেগম রোকেয়া দিবস উপলক্ষে রবিবার
ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যলি ও ‘জয়িতা
অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে জেলা প্রশাসন এর কার্যালয় চত্বর থেকে র্যলি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা
মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে ‘জয়িতা অন্বেষণে
বাংলাদেশ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোকসানা বানু হাবীব এর সভাপতিত্বে প্রধান
অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম।
বিশেষ অতিথি ছিলেন, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যন মনোয়ারা চৌধুরি, সাবেক জেলা
ক্রীড়া অফিসার আবু মইনুদ্দিন, আওয়ামী লীগের সভানেত্রী দ্রৌপদ্রী দেবী। পরে ‘জয়িতা
অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কর্মসূচির আওতায় ঠাকুরগাঁও জেলা ও সদর উপজেলার মোট ১০জন
জয়িতাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।