ঠাকুরগাঁওয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস বেলুন ও ফেস্টুন উড়িয়ে উদ্বোধন
শরিফুল ইসলাম,ঠাকুরগাঁও সোমবার রাত ১০:০৫, ১৫ মার্চ, ২০২১
“মুজিববর্ষের শপথ করি প্লাস্টিক দূষণ রোধ করি” এই স্লোগানে বিভিন্ন জেলার ন্যায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কনজুমারস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদ্বোধন করা হয়েছে।
১৫ মার্চ ২০২১ সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কোর্ট চত্বরে জেলা প্রশাসক জানাব ড.কে এম কামরুজ্জামান সেলিম, বেলুন ও ফেস্টুন উড়িয়ে “বিশ্ব ভোক্তা অধিকার দিবস” উদ্বোধন করেন।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নুর কুতুবুল আলম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (সার্বিক)ঠাকুরগাঁও জেলা, ঠাকুরগাঁও পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বন্যা, তানভীরুল ইসলাম অফিসার ইনচার্জ ঠাকুরগাঁও সদর থানা, সহকারী পরিচালক শেখ সাদী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ঠাকুরগাঁও জেলা শাখা ও অন্যান্য সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।