ট্রলার চালিয়ে জীবিকা নির্বাহ করছে দাউদকান্দির ছাত্রলীগ নেতা
এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা রবিবার বিকেল ০৫:৫৮, ৩০ মে, ২০২১
“যেখানে দেখিবে ছাঁই উঁড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন।“ছাঁই উঁড়াতে উঁড়াতেই একদিন সোনা পাওয়া যায়।
প্রথম জীবনে কর্মঠে হলে পরবর্তী সময়ে ধীরে হলেও সফলতা আসবেই। আর আসবে না ই কেনো কারণ পরিশ্রম মানেই তো সফলতা।
সেই সফলতার পথ ধরেই হাটছেন হয়তোবা দাউদকান্দি উপজেলার হাসানপুর সরকারি কলেজের এক ছাত্রলীগ নেতা।
ছাত্রলীগ নেতা মানেই আয়েশি জীবন নয়,অনেক ছাত্রলীগ নেতাই আদর্শ সুমোন্নত রাখতে কারো পা না চেটে খেটে খায়। বেঁচে থাকে কন্টাকীর্ণ সংগ্রাম আর লড়াইয়ে। রাজপথ তাদের জন্য হয়ে ওঠে অগ্নীবিনার সুর। মশাল মিছিলের পথ। বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার পথ।
তেমনি এক ছাত্রলীগ নেতার গল্প জানতে আজ এই উপজেলার চর–চারুয়া ট্রলার ঘাটে যাই। গিয়ে খোঁজে পাই নতুন হাসনাবাদ গ্রামের অদম্য কর্মঠে ছাত্রনেতা সোলায়মানকে। পুরো নাম মো. সোলায়মান মিয়া। দেখতে খুব স্মার্ট, চলনে বলনেও ফুটে ওঠে ছাত্র নেতার বৈশিষ্ট্য। ৩ ভাই ২ বোনের সংসার তাদের। বাবা অসুস্থ। মুলত সংসারে স্বচ্ছলতা ফেরাতেই এ ছাত্রলীগ নেতা নিজ হাতে সংসার নামক নৌকার হাল ধরেছেন। পড়ালেখার পাশাপাশি ট্রলার (ইঞ্জিন চালিত নৌকা) আয় উপার্জন করে পরিবারকে সাপোর্ট দিচ্ছেন।
হাসানপুর সরকারি কলেজের ছাত্রলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক ও ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের ছাত্র সোলায়মান জানান ,”আমি কারো কাছে হাত পাতাটা পছন্দ করি না,তা ছাড়াও কর্ম করে বা খেটে খাওয়ার মাঝে কোনো লজ্জা নেই।
আমি যেকোনো মূল্য পড়ালেখা চালিয়ে যেতে চাই। পাশাপাশি আমি রাজনীতিতেও সক্রিয় থাকার ইচ্ছে আছে ভীষণ।“